বিক্রম ব্যানার্জী: বর্তমান সময়ে স্মার্টফোনের চার্জ(Charge) দ্রুত ফুরিয়ে যাওয়া ব্যবহারকারীদের কাছে সবচেয়ে বড় সমস্যা হয়ে উঠেছে। বিশেষত, স্যামসং, আইফোন, ওয়ান প্লাসসহ বেশকিছু ব্যান্ডের অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহারকারীরাও এই জটিল সমস্যার ভুক্তভুগী। মূলত ফোনে থাকা বিভিন্ন অপ্রয়োজনীয় বা প্রয়োজনীয় অ্যাপ(App) বিশেষ করে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন গুলি ডিভাইসের অতিরিক্ত ব্যাটারি খরচ করে। কাজেই এই বাড়তি খরচ কমাতে এবং স্মার্টফোনটিকে সুরক্ষিত রাখতে কোন কোন অ্যাপ সবচেয়ে বেশি চার্জ নষ্ট করছে তা চিহ্নিত করা দরকার। কীভাবে করবেন? রইল বিস্তারিত।
Iphone
ভুলবশত বা কোনও বিশেষ কারণে ইন্সটল করা কোন কোন অ্যাপ সবচেয়ে বেশি ব্যাটারি পোড়াচ্ছে তা জানতে প্রথমেই নিজের আইফোন থেকে ‘settings’ অ্যাপ্লিকেশনটি ওপেন করুন। এরপর সেখান থেকে ‘Battery’ অপশনটি খুঁজে তাতে ক্লিক করে সামনে আসা নতুন পেজ থেকে ‘Battery usage By App’ অপশনে ক্লিক করে ক্রল ডাউন করলেই ‘Show Activity’ অপশনটি দেখতে পাবেন, সেটিতে আলতো টাচ করে কোন অ্যাপ সবচেয়ে বেশি ব্যাটারি নষ্ট করছে তা জানতে পারবেন।
আরও পড়ুন: আফগানিস্তানের বিরুদ্ধে হার এড়াতে মরিয়া বাংলাদেশ, চলছে সম্মান রক্ষার লড়াই!
Samsung
স্যামসং গ্রাহকদের জন্য একটু ভিন্ন পদ্ধতি। যদিও যেতে হবে সেই ‘Settings’ অ্যাপেই। Setting অ্যাপ্লিকেশনে ক্লিক করে সেখান থেকে ‘Battery’ অপশন খুঁজে বের করে Battery And Device Care( Android 13) অপশনে টাচ করলে আবারও Battery অপশন পাবেন সেটিতে ক্লিক করে ‘View Details’ অপশন বেছে নিয়ে ‘Battery usage’ থেকে অ্যাপের তালিকা দেখুন। ফোন ফুল চার্জের পরই ব্যাটারি গ্রাফ দেখা যাবে। যদি সেখানে অস্বাভাবিক লম্বা দাগ বা লাইন দেখেন সে ক্ষেত্রে বুঝতে হবে ফোনে থাকা কোনও অ্যাপ অ্যাপ অতিরিক্ত ব্যাটারি খরচ করছে।
অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইস
বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে ‘Settings’ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর স্ক্রল আপ করে নিচে এসে ‘Battery’ সিলেক্ট করলেই সেখান থেকে ‘phone Battery usage’ বা ‘Battery usage’ অপশন দেখতে পেয়ে যাবেন। এরপর সেটিতে ক্লিক করে জানতে পারবেন ফোনের কোন অ্যাপটি সবচেয়ে বেশি ব্যাটারি খরচ করছে। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ব্যাটারি খরচকারী অ্যাপটিকে ডিলিট বা আনইনস্টল করে দিতে পারেন।