বিক্রম ব্যানার্জী: গুগল অ্যাকাউন্টে ইমেইল অ্যাড্রেসের পাশাপাশি ফোন নম্বর অ্যাড করে রাখার একাধিক বাড়তি সুবিধা রয়েছে। অনেক সময়ে অন্য ফোনে নিজের গুগল অ্যাকাউন্ট লগইন করার প্রয়োজনে কোনওভাবে ইউজার নেইম বা পাসওয়ার্ড ভুলে গেলে সেক্ষেত্রে ফোন নম্বর দিয়ে তা রিসেট করা সম্ভব। একইভাবে জিমেইল পাসওয়ার্ড রিসেট থেকে শুরু করে টু স্টেপ ভেরিফিকেশন সবেতেই প্রয়োজন হয় ফোন নম্বরের। তবে অনেকক্ষেত্রে বিবিধ কারণে ফোন নম্বর চেঞ্জ করলেও গুগল থেকে তা আর সরানো হয় না। কাজেই গুগল অ্যাকাউন্টে (Google Account) থেকে যাওয়া পুরনো ফোন নম্বর মুছে নতুন নম্বর অ্যাড করতে চাইলে নিচের পদ্ধতিগুলি অনুসরণ করুন।
আরও পড়ুন: ট্রাম্প জিতলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ‘অপরাধী’ প্রেসিডেন্ট পাবে জনগণ!
শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে কীভাবে নিজের গুগল অ্যাকাউন্ট থেকে বহু পুরনো নম্বর ডিলিট করে নতুন নম্বর যুক্ত করবেন সেই পদ্ধতি নিয়ে এসেছে আজকের প্রতিবেদন। নিচে উল্লেখিত ধাপগুলি পরপর অনুসরণ করুন-
• প্রথমে নিজের স্মার্টফোনের সেটিংস অ্যাপ্লিকেশনে ঢুকে সেখান থেকে ‘Google’ অপশনটি ক্লিক করুন।
• এরপর ‘Manage your Google Account’ অপশনে ক্লিক করলেই নতুন পেজ ওপেন হবে।
• নতুন পৃষ্ঠায় আসা ‘personal info’ অপশনটি খুলে সেখান থেকে contact info-র নিচে থাকা ‘phone’ অপশনে ক্লিক করুন।
• এবার পুরনো নম্বরটি সামনে আসবে, সেটির উপর ক্লিক করুন।
• পাশে থাকা ‘Edit’ অপশনে ক্লিক করে ‘continue’ অপশন সিলেক্ট করুন।
• continue অপশনটি বেছে নেওয়ার পর সামনে আসা ডিফল্ট স্কিন থেকে ফিঙ্গারপ্রিন্ট, ফেইস আইডি কিংবা পাসওয়ার্ড ইউজ করে পেজটি আনলক করুন।
• পেজ আনলক হয়ে গেলে ফোন নম্বরের নতুন পেজ ওপেন হবে। সেখান থেকেই ‘Edit’ বাটন চেপে ‘Update Number’ অপশনে ক্লিক করে নতুন নম্বর বসিয়ে ‘Select’ ক্লিক করলেই গুগল অ্যাকাউন্টে নতুন নম্বর অ্যাড হয়ে যাবে।