SIM: একটি ফোনে দু’টি সিমকার্ড? আজই সতর্ক হন, গুনতে হতে পারে বিশাল অঙ্কের জরিমানা

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

একটা ফোনে দুটি সিম (SIM) কার্ড ব্যবহার করছেন? তাহলে আপনাকে গুনতে হতে পারে বিশাল অঙ্কের জরিমানা। বিশ্বাস হচ্ছে না? কিন্তু কেন্দ্র থেকে সম্প্রতি এমনই এক নির্দেশিকা জারি করা হয়েছে। জানা গেছে, শীঘ্রই ভারতের টেলিকম রেগুলেটর এই নিয়ে প্রস্তাব পেশ করতে পারে।

ভারতের টেলিকম রেগুলেটরের দাবি বহু গ্রাহক একই ফোনে দুটি সিম কার্ড ব্যবহার করেন, কিন্তু রিচার্জ করেন মাত্র একটি সিমে। টেলিকম কর্তৃপক্ষ জানিয়েছে সরকার চাইলে নির্দিষ্ট পরিমাণ চার্জ কাটতে পারে এই সিমকার্ডগুলির জন্য।

ভারতের বাইরে অস্ট্রেলিয়া, নাইজেরিয়া, গ্রিস, কুয়েত, নেদারল্যান্ডস সহ বেশকিছু দেশে ফোন নম্বর নেওয়ার জন্য টেলিকম অপারেটরদের চার্জ দিতে হয়। এবার ভারতেও শুরু হতে পারে সেই ব্যবস্থা।

TRAI – এর পক্ষ থেকে জানানো হয়েছে দীর্ঘদিন ধরে কোন ফোন নম্বর ব্যবহার না হলে সেই নম্বরগুলিকে এবার থেকে বন্ধ করে দেওয়া হবে। গ্রাহক সংখ্যা যাতে না কমে সেই কারণেই এই ব্যবস্থা। এক্ষেত্রে TRAI মোবাইল অপারেটরের থেকে জরিমানা নিতে পারে। আগামী ১ জুলাই থেকে এই নিয়ম চালু হতে পারে বলে জানা গেছে। আরও জানানো হয়েছে এবার কোন গ্রাহক নতুন নম্বর নিলে ৭ দিনের মধ্যে সেই নম্বরকে পোর্ট করাতে পারবেন না।