বিক্রম ব্যানার্জী: গ্যালারি খুলতেই চোখের সামনে ভেসে উঠবে পুরনো সব স্মৃতি! সুখপ্রিয় মন ফিরতে চাইবে অতীতে। স্মরণীয় দিনগুলিকে মনে করে চোখের কোণে গড়াবে জল! শুদ্ধ ভাষায় যাকে বলে কান্না। তবে তা একেবারেই দুঃখে নয়, বরং প্রিয় জায়গায়, প্রিয় মানুষের সাথে কাটানো মুহূর্তে ডুব দিয়ে খুশির আমেজ। হ্যাঁ, এই সবই সম্ভব হবে গুগল(Google) ফটোজে যুক্ত হওয়া নতুন ফিচার রিক্যাপের দৌলতে। সদ্য আগত এই ফিচার সারা বছরের বাছাই করা গুরুত্বপূর্ণ ছবি গুলিকে বলা ভাল রঙিন মুহূর্তের স্মৃতিকে ব্যবহারকারীর মনে উসকে দেবে। তৈরি করবে স্মৃতি মুখরিত ছোট ভিডিও।
আন্তর্জাতিক টেক জায়ান্ট গুগল তাদের ফটোজ প্ল্যাটফর্মে যে নয়া ফিচার নিয়ে এসেছে তা ব্যবহারকারীদের হৃদয়ে অল্প পরিসরে হলেও জায়গা করবে তা বলাই যায়। এই রিক্যাপ ফিচারটি মজাদার গ্রাফিক্স এবং সিনেমাটিক এফেক্টসের সহযোগে ব্যবহারকারীদের পুরনো বিশেষ ছবিগুলি নিয়ে একটি ছোট্ট ভিডিও তৈরি করবে। বেশ কিছু সূত্র বলছে, স্পটিফাই র্যাপড ফিচারের সাথে অনেকটাই মিল রয়েছে গুগলের এই নয়া ফিচারটির। গুগলের এই মজার ফিচারটি মূলত বিগত মাসের ছবিগুলিকে নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও তৈরি করবে।
প্রসঙ্গত, গুগল ফটোজের রিক্যাপ ফিচারে মূলত গুরুত্ব পাবে ব্যবহারকারী গোটা মাসে কতগুলি ছবি তুলেছেন, একটানা কত দিন ছবি তুলেছেন, কী কী ছবি তুলেছেন, ছবিগুলির মধ্যে সবচেয়ে রঙিন কোনগুলি, সবচেয়ে বেশি তোলা হয়েছে অর্থাৎ ব্যবহারকারীর গুরুত্বের ভিত্তিতে ছবি নির্বাচন এবং বিশেষত কাদের সাথে ছবি তোলা হয়েছে ও কোন নির্দিষ্ট মানুষের সাথে সবচেয়ে বেশি ছবি রয়েছে সেই বিষয়।
এ প্রসঙ্গে টেক জায়ান্ট গুগল জানিয়েছে, আমেরিকার নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারী যারা তাদের ফোনে থাকা গুগল ফটোজ অ্যাপে জেমিনি ফিচার চালু করেছেন শুধুমাত্র তারাই রিক্যাপ ফিচারের একটি নতুন সংস্করণ উপভোগ করতে পারবেন। যার দৌলাতে অপশনটিতে ব্যক্তিগত ক্যাপশন যোগ করে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত গুলির মধ্যে থেকে দুটি বিশেষ মুহূর্ত তুলে ধরা যাবে।
আরও পড়ুন: ভারত-বাংলাদেশ পররাষ্ট্রসচিব বৈঠকে অংশ নিলেন বিক্রম, দেশে ফিরবেন আজই