সিম নেওয়ার আগে খোঁজ নিন, আপনার এলাকায় BSNL চলবে তো?

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ার জন্য জিও, এয়ারটেল, ভোডাফোন ছেড়ে দিচ্ছেন অনেকেই। সরাসরি নম্বর পোর্ট করছেন BSNL-এ। কিন্তু আপনি কি জানেন, আপনার এলাকায় বিএসএনএল নেটওয়ার্ক এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে? কারণ BSNL এখনও পর্যন্ত দেশজুড়ে 4G নেটওয়ার্ক লঞ্চ করতে পারেনি। এমনকি সব জায়গায় 3G নেটওয়ার্কও সেই ভাবে পাবেন না। ফলে বিএসএনএল এ নম্বর পোর্ট করা বা সিম কেনার আগে একবার দেখে নিন আপনার এলাকায় আদৌ বিএসএনএল নেটওয়ার্কের সুবিধা আপনি পাবেন কিনা?

প্রথমেই জেনে নিন, কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে আপনার এলাকার বিএসএনএল নেটওয়ার্ক চেক করবেন।

এর জন্য প্রথমেই www.nperf.com এই ওয়েবসাইটে গিয়ে আপনার Country অপশন থেকে সিলেক্ট করতে হবে।

যেহেতু আমরা ভারত থেকে নেটওয়ার্ক চেক করব, ফলে Indiaর জন্য IN সিলেক্ট করতে হবে। তারপরে Carriar অপশন বেছে সেখানে চেক করতে হবে।

এই অপশনে চেক করার জন্য আপনাকে যে জায়গায় আপনি বিএসএনএল নেটওয়ার্ক চেক করবেন, সেই এলাকার কোনো বড় বাজার বা পরিচিত জায়গার উল্লেখ করতে হবে। এবার দেখতে পাবেন আপনার এলাকায় বিএসএনএল নেটওয়ার্ক অনলাইনে ম্যাপে কোন রঙের দেখাচ্ছে।

বিএসএনএল নেটওয়ার্ক চেক করার সময় যে ম্যাপটি আপনি দেখতে পাবেন, সেখানে বিভিন্ন রং দেখা যাবে। এবার কোন রঙে বিএসএনএল নেটওয়ার্ক এর কি ধরনের পরিষেবা রয়েছে, সেটিও একবার দেখে নিন।

বেগুনি রং– যদি ম্যাপে বেগুনি রং দেখতে পারেন, তাহলে ভাববেন আপনার এলাকায় বিএসএনএল নেটওয়ার্ক ফাইভ জি পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে bsnl 4g সারা দেশে লঞ্চ করতে পারেনি। ফাইভ-জি তো এখন বহুদূর। ফলে এটি কখনোই প্রযোজ্য নয়।

আকাশি রং– ম্যাপে আকাশি রং নির্ধারিত জায়গা দেখতে পেলে বুঝবেন সেখানে বিএসএনএল নেটওয়ার্ক 2G রয়েছে। তবে সিমকার্ড নিলে শুধুমাত্র কল করতে পারবেন।

আরও পড়ুনঃ5G দেবে BSNL, হল নতুন ঘোষণা

সবুজ রং– যদি অনলাইনে আপনার সামনে ম্যাপে আপনার এলাকার সবুজ রং দেখায়, তাহলে বুঝতে পারবেন বিএসএনএল থ্রিজি নেটওয়ার্ক পরিষেবা পাওয়া যাবে। সেক্ষেত্রে কোনো রকমে ইন্টারনেট পরিষেবা এবং কল করা যেতে পারে।

লাল রং– এই রং দেখতে পেলে আপনি বুঝবেন আপনার এলাকায় বিএসএনএল নেটওয়ার্ক এর ফোরজি প্লাস পরিষেবা রয়েছে। ফলে কোনো ঝামেলা ছাড়াই ইন্টারনেট এবং কলিং সবকিছুই করতে পারবেন।

কমলা রং– যদি ম্যাপে কমলা রং দেখতে পান তাহলে বুঝবেন আপনার এলাকায় বিএসএনএলের ফোরজি নেটওয়ার্ক রয়েছে। সেক্ষেত্রে ইন্টারনেট এবং কলিং করতে পারবেন।

ধূসর রং– যদি ম্যাপে এই ধূসর রং দেখা যায় তাহলে বুঝবেন আপনার এলাকায় বিএসএনএল নেটওয়ার্ক একেবারেই নেই। ফলে যদি সিম কার্ড নেন তাহলে হয়তো একেবারে ঠকে যেতে পারেন।