BSNL: এবার Jio, Airtel,VI বাদ,জলের দরে BSNL প্ল‍্যান, লাইন দিয়ে ছুটছেন গ্রাহকেরা

Last Updated:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

রাজীব ঘোষ : দেশজুড়ে বাজারের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধির কারণে একেই দেশবাসীর নাভিশ্বাস উঠেছে। তার উপরে চরম সমস্যায় ফেলে দিয়েছে মোবাইল রিচার্জ প্ল্যান (Mobile Recharge Plan) এর দামবৃদ্ধি। বেসরকারি টেলিকম সংস্থা রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার গ্রাহকেরা এই মুহূর্তে মোবাইল রিচার্জ করতে গিয়ে চরম সমস্যায় পড়ছেন। রিলায়েন্স জিও থেকে শুরু করে বেসরকারি টেলিকম কোম্পানিগুলো তাদের মোবাইল রিচার্জ প্ল্যান এর দাম ১২.৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ অবধি বৃদ্ধি করেছে।

মোবাইল এই মুহূর্তে একটি খুবই প্রয়োজনীয় ডিভাইস। সেই সময় বেসরকারি টেলিকম সংস্থাগুলো বুঝেশুনেই মানুষকে ফাঁদে ফেলে সর্বস্বান্ত করার এই চক্রান্ত করেছে। আর এই দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষ অন্য পথ খুঁজতে শুরু করেছেন। জানা যাচ্ছে, জিও, এয়ারটেল এবং ভোডাফোন ছেড়ে বহু গ্রাহক এই মুহূর্তে সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL-এর প্রতি ঝুঁকেছেন। ইতিমধ্যেই বহু গ্রাহক BSNL-এ তাদের নম্বর পোর্ট করে ফেলেছেন।

আরও পড়ুনঃ মেশিনে এটিএম কার্ড আটকে গেছে! কী করবেন জেনে নিন

একটা সময় বি এস এন এল এর টেলিকম কোম্পানির বাজারে ১৮% এর বেশি শেয়ার ছিল। কিন্তু এখন তা নামতে নামতে ২.৫ শতাংশের কম এসে দাঁড়িয়েছে। অন্যদিকে বেসরকারি টেলিকম কোম্পানিগুলো যেখানে 5G পরিষেবা প্রদান করছে, সেখানে BSNL এখনো পর্যন্ত সব জায়গায় 4G নেটওয়ার্ক চালু করতে পারেনি। তবে 4G নেটওয়ার্ক এর পরিষেবা এই মুহূর্তে বিএসএনএল দিতে সক্ষম। দীর্ঘদিন ধরেই অর্থাৎ ২০ থেকে ২৫ বছর আগে বিএসএনএলের টেলিকম জগতে একটা সুখ্যাতি ছিল। কিন্তু ধীরে ধীরে BSNL তার প্রযুক্তিগত আপডেট করতে না পারা এবং সংস্থাকে সরকারের তরফে সেই ধরনের সহযোগিতা না করার ফলে কোম্পানিটি একই রকম ধুকতে শুরু করেছে। তবে এবার যখন জিও, এয়ারটেল, ভোডাফোনের মত বেসরকারি টেলিকম কোম্পানিগুলো এক ধাক্কায় রিচার্জ প্ল‍্যানের দাম একেবারে শিখরে নিয়ে গিয়েছে, তখন দেশবাসী বিএসএনএল-এর প্রতি আগ্রহী হচ্ছেন।

আর সরকারি টেলিকম সংস্থা BSNL সম্প্রতি বেশ কিছু রিচার্জ প্ল‍্যানের ঘোষণা করেছে। যেখানে অন্তত কিছুটা হলেও স্বস্তি পাবেন গ্রাহকরা, যথেষ্ট কম দামে রিচার্জ প্ল্যান দিতে চলেছে বিএসএনএল। একটি পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, জুলাই মাসের প্রথম ১৫ দিনের মধ্যেই দেশে মোবাইল ব্যবহারকারী প্রায় ১৫ লক্ষ গ্রাহক ইতিমধ্যেই বিএসএনএল এ তাদের নম্বর পোর্ট করে ফেলেছেন। এবারের বাজেটেও BSNL-এর প্রযুক্তিগত আপডেট এবং পরিকাঠামো ক্ষেত্রে আরো উন্নত সংস্কারের লক্ষ্যে ব্যাপক পরিমাণ টাকা বরাদ্দ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ধীরে ধীরে জিও, এয়ারটেল, ভোডাফোন গ্রাহক সংখ্যা হারাতে চলেছে। আর বিএসএনএলের গ্রাহক বাড়তে চলেছে।