BSNL: সস্তায় ১ বছরের রিচার্জ প্ল‍্যান দিচ্ছে BSNL

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বেসরকারি টেলিকম কোম্পানি Jio,VI এবং Airtel একধাক্কায় তাদের মোবাইল রিচার্জ প্ল্যান এর দাম অনেকটা বাড়িয়ে দেওয়ার ফলে বহু গ্রাহক ইতিমধ্যেই সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL এ তাদের নম্বর পোর্ট করেছেন। আর এর ফলে BSNL চেষ্টা করছে কিভাবে গ্রাহকদের সস্তায় খুব উপযোগী মোবাইল রিচার্জ প্ল্যান দেওয়া যেতে পারে। তবে এখনো পর্যন্ত দেশজুড়ে বিএসএনএল 3G নেটওয়ার্ক পরিষেবা দিয়ে থাকে। 4G নেটওয়ার্ক পরিষেবা সারা দেশ জুড়ে পুরোপুরি চালু করতে পারেনি।

এই মুহূর্তে সারাদেশে মাত্র ১ হাজারটি সাইট রয়েছে BSNL-এর। যেখান থেকে তারা 4G নেটওয়ার্ক পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। তবে ২০২৫ সালের জুনের মধ্যে দেশজুড়ে 4G নেটওয়ার্ক পুরোপুরি সম্পন্ন করার জন্য লক্ষ্যমাত্রা নিয়েছে বিএসএনএল। সেক্ষেত্রে সারাদেশ জুড়ে প্রায় ১ লক্ষ সাইট তৈরি করা হতে পারে বলে জানা যাচ্ছে।

বর্তমানে 5G প্রযুক্তি চলে আসার পরে Jio, Airtel প্রায় অধিকাংশ সার্কেলেই 5G নেটওয়ার্ক চালু করে দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে BSNL এখনও পর্যন্ত 4G নেটওয়ার্ক সম্পূর্ণ করতে পারেনি। যদিও বিএসএনএল এর তরফে বলা হয়েছে, ২০২৫ সালের জুন মাসের মধ্যে সেই লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছে রাষ্ট্রীয় টেলিকম কোম্পানি। তবে যেহেতু লক্ষ লক্ষ গ্রাহক ইতিমধ্যেই Jio,VI, Airtel ছেড়ে BSNL-এ যুক্ত হতে আগ্রহী হচ্ছেন, সেই দিকে নজর রেখে সস্তায় দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে BSNL

একবার দেখে নেওয়া যাক, সেরকম একটি রিচার্জ প্ল্যান, যেখানে প্রায় ১ বছর ভ্যালিডিটি থাকবে এই রিচার্জ প্ল্যানের। পাশাপাশি দুর্দান্ত পরিষেবা পাবেন গ্রাহকেরা।

আরও পড়ুনঃ ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান কলকাতা ডার্বি কবে? দেখুন নতুন ISL সিজনের ডার্বির তালিকা


BSNL ৩৬৫ দিনের রিচার্জ প্ল্যান– এক্ষেত্রে গ্রাহকরা প্রতিদিন 3GB হাই স্পিড ইন্টারনেট ডেটা পাবেন। এর বৈধতা ৩৬৫ দিন অর্থাৎ এক বছর। এই নতুন প্ল‍্যানের দাম ২৯৯৯ টাকা। এই প্ল্যানে ১ বছরের জন্য আনলিমিটেড লোকাল, এসটিডি এবং রোমিং কলের সুবিধা পাবেন গ্রাহকরা। তবে প্রতিদিন ইন্টারনেট ডেটার নির্দিষ্ট সীমা পার হয়ে যাওয়ার পরে ডেটার Speed 40 kbps এ নেমে আসবে। এই প্ল‍্যানে প্রতিদিন ১০০ টি এসএমএস এর সুবিধা পাওয়া যাবে।