রাজীব ঘোষ: এক ধাক্কায় দেশজুড়ে মোবাইল রিচার্জ প্ল্যান(Recharge Plan) এর দাম বাড়িয়ে দিয়েছে বৃহৎ টেলিকম কোম্পানিগুলো। এয়ারটেল, জিও এবং ভোডাফোন প্রত্যেকেই তাদের প্ল্যানের খরচ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। যার ফলে সাধারণ মানুষের রিচার্জ প্ল্যান কিনতে গিয়ে পকেট ফাঁকা হওয়ার যোগাড়। আর এই সময়ে জানা যাচ্ছে, বহু গ্রাহক জিও ছেড়ে দিয়ে বিএসএনএল এ তাদের নিজের মোবাইল নম্বর পোর্ট করছেন। তার কারণ, BSNL অন্যান্য টেলিকম কোম্পানিগুলোর এক ধাক্কায় এতো দাম বাড়ার সময়ে সস্তায় রিচার্জ প্ল্যানের সুবিদা দিচ্ছে।
বিএসএনএল এই সময়ে কোন রিচার্জ প্ল্যানগুলোতে সস্তায় গ্রাহকদের জন্য কি সুবিধা দিয়েছে, সেটা একবার দেখে নেওয়া যাক:
১৯৯ টাকার রিচার্জ প্ল্যান– যার মেয়াদ ৩০ দিন। বিএসএনএল এর এই রিচার্জ প্ল্যান নিলে মাত্র ১৯৯ টাকার মধ্যে গ্রাহকেরা ৩০ দিনের জন্য প্রতিদিন 2 GB Data মোট ৬০ জিবি ডেটা পাবেন। তাছাড়া আনলিমিটেড কল এবং ১০০ ফ্রী এসএমএসের সুবিধা থাকছে প্রতিদিন। বিএসএনএল এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি রেখেছে ৩০ দিন অর্থাৎ এক মাস।
বিএসএনএল ১০৮ টাকার রিচার্জ প্ল্যান– এতছ প্রতিদিন 1 GB Data পাবেন গ্রাহকেরা। তবে ডেটা লিমিট শেষ হয়ে গেলে ৪০ কেবিপিএস স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে। এটি একটি ফাস্ট রিচার্জ কুপন প্ল্যান। তার অর্থ যারা নতুন বিএসএনএল নম্বর নেবেন তারাই এই রিচার্জটি করতে পারবেন। এই প্ল্যানে আনলিমিটেড কলের পরিষেবাও থাকছে। তবে এই রিচার্জ প্ল্যান এর মেয়াদ ২৮ দিন। জিও, এয়ারটেল, ভোডাফোন থেকে দাম বৃদ্ধির কারণে যারা বিএসএনএল এর কানেকশন নতুন করে নিতে চাইছেন, তারা মোবাইল নম্বর পোর্ট না করে যদি নতুন সিম নেন তাহলে এই ১০৮ টাকার রিচার্জ প্ল্যানের সুবিধা পাবেন।
আরও পড়ুনঃ বাজার ধরে রাখতে একেবারে জলের দরে ৩ টি রিচার্জ প্ল্যান, এক্ষুনি রিচার্জ করুন
এছাড়াও বিএসএনএলের ৩৯৫ দিনের রিচার্জ প্ল্যানে গ্রাহকেরা প্রতিদিন ২ জিবি করে হাই স্পিড ডেটা পাবেন। তার পাশাপাশি আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০ টি ফ্রি এসএমএস এর সুবিধা থাকছে। বিএসএনএল এর এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা ফ্রি রোমিং সাপোর্ট পাচ্ছেন। তাছাড়া BSNL Tunes, Challenger Arena Games, জিংক মিউজিক এবং গেম অন Astrotale পরিষেবাও পাওয়া যাবে।