BSNL: TATA ও BSNL যুগলবন্দি! বাজার দখলে এগোচ্ছে BSNL

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বেসরকারি টেলিকম সংস্থাগুলির রিচার্জ প্ল‍্যানের দাম এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দেওয়ার ফলে বিএসএনএল(BSNL) এর সুদিন ফিরে এসেছে। এরমধ্যেই বহু গ্রাহক রিলায়েন্স জিওর মত বৃহৎ টেলিকম সংস্থার কানেকশন ছেড়ে দিয়ে BSNL এ নম্বর পোর্ট করেছেন। তবে এখনো পর্যন্ত বিএসএনএল প্রযুক্তিগতভাবে আপডেট হতে পারেনি। যদিও বাজেটে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল এর জন্য ব্যাপক পরিমাণ বরাদ্দ করা হয়েছে। যাতে পরিকাঠামোগত সংস্কার এবং প্রযুক্তির আপডেট করতে পারে BSNL

Reliance Jio টেলিকম বাজারের অধিকাংশটাই দখল করে রয়েছে। তার সঙ্গে বাকিটা দখলে রয়েছে এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার। ইতিমধ্যেই রিচার্জ প্ল‍্যানের দাম প্রায় ২৫ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে। যার ফলে সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যথেষ্ট সমস্যায় পড়েছেন। আর তাদেরকেই সুরাহা দেওয়ার জন্য BSNL এবার একের পরের নতুন পদক্ষেপ নেওয়া শুরু করেছে।

ইতিমধ্যে টেলিকম ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করতে চলেছে TATA। সরকারি টেলিকম সংস্থা BSNL এর সঙ্গে টাটা(TATA) একত্রিত হয়ে দেশবাসীকে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে অনেকটা সস্তায় বিভিন্ন প্ল্যান এর মাধ্যমে স্বস্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। টাটা এর মধ্যেই BSNL এ ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। যার মূল উদ্দেশ্য ছিল, ডেটা সেন্টার স্থাপন করা। যাতে দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলেও ফাস্ট ইন্টারনেট পরিষেবা দেওয়া যায়। প্রথমেই দেশের ১ হাজারটি গ্রামে ফাস্ট ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য টাটা এবং বিএসএনএল একসঙ্গে কাজ শুরু করেছিল।

এই প্রসঙ্গে BSNL এর ম্যানেজিং ডিরেক্টর বলেন, ‘পাঞ্জাবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ফোরজি নেটওয়ার্ক লঞ্চ হয়ে যাবে। ২০০ টি সাইট ইতিমধ্যেই ঠিক করে ফেলা হয়েছে। ফোরজি নেটওয়ার্ক পরিষেবা দেওয়ার জন্য ৩ হাজার সাইটের সংখ্যার দিকে এগোচ্ছে বিএসএনএল। পরে ধাপে ধাপে টিকে ১৫ হাজার নেটওয়ার্কের সংখ্যায় পৌঁছে নিয়ে যেতে পারে।’ প্রসঙ্গত, এখনো পর্যন্ত বিএসএনএল সামগ্রিকভাবে ফোরজি নেটওয়ার্ক লঞ্চ করতে পারেনি। তবে বেসরকারি টেলিকম কোম্পানি জিও, এয়ারটেল এবং ভোডাফোনের এই মূল্যবৃদ্ধির পরেই গ্রাহকরা যখন বিএসএনএলের সঙ্গে যুক্ত হচ্ছেন, এই সুযোগ আর হাতছাড়া করতে রাজি নয় বিএসএনএল।

আরও পড়ুনঃ ডেঙ্গির প্রকোপ মেদিনীপুরে, বাড়ছে আক্রান্তের সংখ্যা, সক্রিয় পুরসভা

প্রথমে টেলিকম সংস্থার তরফে 3G নেটওয়ার্ক পরিষেবা দেওয়া হচ্ছিল। 4G Network লঞ্চ করার কথা ছিল চলতি বছরের শেষ নাগাদ। কিন্তু এবার যেভাবে গ্রাহকেরা বেসরকারি টেলিকম কোম্পানির কানেকশন ছেড়ে দিয়ে বিএসএনএলে নম্বর পোর্ট করছেন। ফলে টাটার বিনিয়োগের মাধ্যমে BSNL প্রযুক্তিগত দিক থেকে আরো আপডেট করে ফেলছে। ফোরজি নেটওয়ার্কে চলতি বছরের শেষে লঞ্চ হওয়ার পরেই যত শীঘ্র সম্ভব ফাইভ-জি নেটওয়ার্ক লঞ্চ করতে চলেছে বিএসএনএল।