বেসরকারি টেলিকম কোম্পানিগুলো এক ধাক্কায় মোবাইল রিচার্জ প্ল্যানের দাম বহুগুণ বাড়িয়ে দেওয়ায় অধিকাংশ মোবাইল গ্রাহক বিএসএনএলের দিকে ঝুঁকেছেন। ইতিমধ্যেই কয়েক লক্ষ গ্রাহক BSNL এ তাদের নম্বর পোর্ট করেছেন। তবে এখনো পর্যন্ত বিএসএনএল সেভাবে 4G নেটওয়ার্ক পরিষেবা চালু করতে পারেনি। ধীরে ধীরে সেই ফোরজি চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। BSNL ইতিমধ্যে বাজারে 4G সিম কার্ড বিক্রি করাও শুরু করে দিয়েছে।
কিছু কিছু এলাকায় BSNL এর ফোরজি পরিষেবা চালু হয়েছে। সারা দেশ জুড়েই ফোরজি নেটওয়ার্ক চালু করার প্রস্তুতি শুরু করেছে বিএসএনএল। কিন্তু কিছু নির্বাচিত সার্কেলে এখন পাওয়া যাচ্ছে। যদি বিএসএনএল গ্রাহক হন, তাহলে ফোরজি এনাবেল স্মার্টফোনে ফোরজি পরিষেবা আপনি ব্যবহার করতে পারেন। সে ক্ষেত্রে স্মার্টফোনের সেটিংস এও কিছু পরিবর্তন করতে হবে।
BSNL 4G পরিষেবা নিতে গেলে স্মার্টফোনের নেটওয়ার্কের মোড কিভাবে পরিবর্তন করবেন:
প্রথমেই স্মার্টফোনের সেটিংসে যান। সেখানে নেটওয়ার্ক এবং ইন্টারনেট সার্চ করে আলতো করে চাপুন।
সিমে হালকা চাপ দিন এবং আপনার পছন্দের সিমটি নির্বাচন করুন। সেটি বিএসএনএল সিম হতে হবে।
এবার নিচে স্ক্রোল করে পছন্দের নেটওয়ার্ক এর ধরন খুঁজে নিন। সেখানে আলতো করে চাপ দিন।
BSNL SIM ব্যবহার করলে আপনার এলাকায় যদি 4G পরিষেবা পাওয়া যায়, তাহলে মেনু থেকে LTE সিলেক্ট করুন। না হলে হাই স্পিড ইন্টারনেটের জন্য 3G বেছে নিন। জিও বা এয়ারটেল ব্যবহারকারীরা ৫জি পরিষেবা উপভোগ করতে ফাইভ জি বেছে নিতে পারেন।
আরও পড়ুনঃ মেদিনীপুরে SUCI কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধাস্তি
এবার জেনে নিন, কিভাবে বিএসএনএল ফোরজি সিমটিকে সঠিকভাবে Activate করে ব্যবহার করতে পারবেন:
ফোনে সিম কার্ড ঢোকানোর পরে নেটওয়ার্ক আসার জন্য একটু অপেক্ষা করুন।
নেটওয়ার্ক সিগন্যাল দেখতে পেলে 1507 নম্বরে কল করুন।
এবার ভেরিফিকেশন এর জন্য ঠিকানা এবং নামের তথ্য দিন।
ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হলে আপনার নম্বরটি অ্যাকটিভ হয়ে যাবে।
এরপর কলিং এবং ইন্টারনেটের জন্য সিম ব্যবহার করতে পারবেন।