বিরাট পদক্ষেপ নিয়ে ফেললো BSNL, উপকৃত হবেন কয়েক কোটি গ্রাহক

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

অন্যান্য বেসরকারি টেলিকম নেটওয়ার্ক গুলিকে টেক্কা দিতে 4G পরিষেবা চালু করার পথে BSNL। আগামী 2025 বর্ষের মধ্যেই 5G জগতেও পা রাখবে তারা। তবে এরই মধ্যে ভারত সঞ্চার নিগম লিমিটেড চালু করলো নতুন ফাইবার প্রযুক্তি। ‘সর্বত্র’ নামক এই নতুন প্রযুক্তি টেলিকম দুনিয়ায় জোয়ার আনবে বলেই আশা এই সরকারি নেটওয়ার্ক সংস্থার। জানা যাচ্ছে, ইতিমধ্যেই প্রকল্পটির ট্রায়াল পর্ব শেষ করে বাস্তবায়নের পথে এগোচ্ছে BSNL।

BSNL নিয়ে এলো নয়া প্রযুক্তি
চলতি বছরেই স্পেকট্রাম কিনে অনেকটাই এগিয়ে গিয়েছে jio, Airtel এবং Vi এর মতো টেলিকম নেটওয়ার্ক সংস্থা গুলি। সেই তুলনায় ভারতীয় নেটওয়ার্ক জগতে ধীরে ধীরে নিজের জায়গা বিস্তার করছে বহু প্রাচীন টেলিকম নেটওয়ার্ক সংস্থা BSNL। এবার সেই সরকারি সংস্থার তরফে মিললো খুশির খবর। দেশে নতুন হাই স্পিড ফাইবার পরিষেবায় নিজেদের জায়গা দখল করতে নেমে পড়লো ভারত সঞ্চার নিগম লিমিটেড।

দীর্ঘ ট্রায়াল পর্ব অতিক্রম করার পর শেষমেষ নতুন হাই স্পিড কানেকশন প্রযুক্তি নিয়ে এলো তারা। এই সংস্থা তাদের নয়া প্রযুক্তির নাম দিয়েছে ‘সর্বত্র’ । বহু গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা কাটিয়ে বাস্তবায়িত হতে চলেছে এই অত্যাধুনিক পরিষেবা। যা ভারতীয় টেলিকম শিল্পে বিপ্লব ঘটাবে বলেই আশা BSNL সংস্থার। অনেকেই মনে করছেন, বহু পুরনো নেটওয়ার্ক সংস্থার এই নয়া পদক্ষেপে উপকৃত হবেন বহু মানুষ।

আরও পড়ুনঃ ভারতে আসছে এই দারুণ SUV গাড়ি, রয়েছে অসাধারণ ফিচার

প্রথম কোথায় চালু হবে BSNL- এর এই নয়া প্রযুক্তি?

ভারতের প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও ইন্টারনেট অ্যাক্সেস পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে প্রথম এই প্রযুক্তি রূপায়ণে এগিয়ে আসেন BSNL চেয়ারপারসন রবার্ট জে রবি। এরপরই শুরু হয় গবেষণা। সরকারি সংস্থার এই প্রকল্পের একটি অন্যতম উদ্দেশ্য ছিল মোবাইল ডাটা ব্যবহারের পরিমাণ কমানো। সেই লক্ষ্যেই ট্রায়াল প্রক্রিয়া শেষে প্রযুক্তি বাস্তবায়নের পথে এগোচ্ছে BSNL। প্রথমে এই পরিষেবা কেরালা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে চালু করা হবে। কাজেই নয়া প্রযুক্তির দৌলাতে যথেষ্ঠ উপকৃত হবেন সেই অঞ্চলের মানুষজন।

প্রসঙ্গত, BSNL-এর ‘সর্বত্র’ প্রযুক্তি সম্পর্কে অনেকেই এখনও পর্যন্ত ওয়াকিবহাল নয়। কেউ কেউ আবার নব্য পরিষেবাটির সাথে পরিচিত হলেও তা কীভাবে কাজ করে সেটা জানা নেই। সে ক্ষেত্রে জানিয়ে রাখি, বাড়িতে বা অফিসে FTTH সংযোগ থাকলে তবেই সর্বত্র প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস পাওয়া যাবে। যেহেতু এই পরিষেবা ভার্চুয়াল টাওয়ারের মতো কাজ করে, কাজেই Wifi পাসওয়ার্ড বা ইউজার আইডির মতো বিষয় গুলির কোনও প্রয়োজন পড়বে না।