BSNL: জলের দরে দৈনিক 2GB ডেটা দিচ্ছে BSNL, ৫ মাস একেবারে নিশ্চিন্ত

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বেসরকারি টেলিকম কোম্পানিগুলি এক ধাক্কায় মোবাইল রিচার্জ প্ল্যানের দাম অনেকটাই বাড়িয়ে দেওয়ার পর থেকে বহু গ্রাহক সরকারি টেলিকম কোম্পানি BSNL বা ভারত সঞ্চার নিগম লিমিটেডের গ্রাহক হতে শুরু করেছেন। এ পর্যন্ত কয়েক লক্ষ গ্রাহক তাদের পুরনো নম্বর BSNL এ পোর্ট করেছেন। ফলে ধীরে ধীরে বিএসএনএলের গ্রাহক সংখ্যা বেড়েই চলেছে।

জানা গিয়েছে, বিএসএনএল ১৫ই অক্টোবর তাদের 4G পরিষেবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে চলেছে। প্রায় ২৫ হাজার 4G নেটওয়ার্ক সাইট তৈরি করা হয়ে গিয়েছে। একাধিক সার্কেলে এই পরিষেবা তার ট্রায়াল ফেজে রয়েছে। ইতিমধ্যেই 4G সিম কার্ড বিক্রি করাও শুরু হয়েছে। দিল্লি এবং মুম্বইতে ফোরজি পরিষেবা চালু হতে চলেছে। এবং তা সারাদেশে চালু করে দেওয়া হবে।

বেসরকারি টেলিকম কোম্পানি Jio, Airtel,VI- এর তুলনায় BSNL অনেক সস্তায় বিভিন্ন ধরনের মোবাইল রিচার্জ প্ল্যান গ্রাহকদের জন্য নিয়ে এসেছে। সেরকমই একটি রিচার্জ প্ল্যান সম্বন্ধে এখানে জানানো হবে।

আরও পড়ুনঃ ধর্ষণে নাবালিকা অন্তঃসত্ত্বা, ‘প্রেমিক’ যুবকের ২২ বছর জেল

বিএসএনএলের ৯৯৭ টাকার রিচার্জ প্ল্যান– এই প্ল‍্যানের ভ্যালিডিটি ৫ মাস অর্থাৎ ১৬০ দিন।
গ্রাহকরা এই প্ল‍্যানে প্রতিদিন ২ জিবি করে ডেটা পাবেন। তার অর্থ পুরো ভ্যালিডিটি সময়ের মধ্যে গ্রাহকরা মোট 320 GB Data ব্যবহার করতে পারবেন। প্রতিদিন ১০০ SMS পাওয়া যাবে। তার সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা পাবেন গ্রাহকরা। এছাড়া বিএসএনএলের ৯৯৭ টাকার এই রিচার্জ প্ল‍্যানে বিনামূল্যে National Roaming এবং হার্ডি গেমস জিং মিউজিক এবং BSNL Tunes এর মত পরিষেবা পাবেন। মোবাইল ফোন ব্যবহারের পাশাপাশি এন্টারটেইনমেন্টের জন্য এই প্ল্যানটি যথেষ্ট জনপ্রিয় হতে চলেছে।