BSNL এখনও সস্তা! BSNL ছাড়া বেসরকারি টেলিকম সংস্থা রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেল এক ধাক্কায় মোবাইল রিচার্জ প্ল্যানের দাম অনেকটাই বাড়িয়ে দিয়েছে। আর তারপর থেকেই মোবাইল ব্যবহারকারী গ্রাহকেরা যথেষ্ট সমস্যায় পড়েছেন। তবে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) তাদের কোনো রিচার্জ প্ল্যান এর দাম বাড়ায়নি।
আর এর পরেই লক্ষ লক্ষ গ্রাহক বেসরকারি টেলিকম কোম্পানির কানেকশন ছেড়ে দিয়ে BSNL এ তাদের মোবাইল নম্বর পোর্ট করছেন। কারণ এই মুহূর্তে Jio, Airtel এবং Vodafoneকে টেক্কা দিয়ে সস্তার রিচার্জ প্ল্যান অফার করছে BSNL বিএসএনএলের এই প্ল্যানগুলোর মধ্যে ৩০ দিন থেকে ৩৯৫ দিনের মেয়াদের বহু রিচার্জ প্ল্যান রয়েছে, যা অন্যান্য সমস্ত টেলিকম কোম্পানির তুলনায় যথেষ্ট সস্তা এবং সাশ্রয়ী।
এরকমই একটি বিএসএনএলের সস্তা রিচার্জ প্ল্যান নিয়ে জানানো হবে। যেখানে পুরোপুরি ৪৫ দিনের জন্য এই প্ল্যানটি গ্রাহকেরা নিতে পারবেন। বিএসএনএলের এই রিচার্জ প্ল্যানের দাম ২৪৯ টাকা। এই প্ল্যানের ভ্যালিডিটি ৪৫ দিন। ৪৫ দিনের জন্য প্রতিদিন ২ জিবি করে ডেটা অর্থাৎ মোট ৯০ জিবি ডেটা পাবেন গ্রাহকেরা। তার সঙ্গে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ টি করে ফ্রি এসএমএসের সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। ফলে বিএসএনএলের রিচার্জ প্ল্যানগুলির মধ্যে এই২৪৯ টাকার ৪৫ দিন মেয়াদের রিচার্জ প্ল্যানটি যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে।