সুদীপ্তা মিত্র: পার্শ্ববর্তী ফাঁকা জায়গায় আমরা যে টাওয়ার দেখতে পাই তার বেশিরভাগই বিএসএনএল(BSNL) ও অন্যান্য মোবাইল টাওয়ার হয়ে থাকে। এর দরুন অনেকেই বাড়িতে বসেই মোবাইল কোম্পানির তরফে প্রতিমাসে কয়েক হাজার টাকা রোজগার করে থাকেন।
এই বিষয়ের সম্পর্কে অনেকেই অনজ্ঞ। আপনাদের বাড়ির ছাদে বা পাশ্ববর্তী ফাঁকা জমি পড়ে থাকে তাহলে খুব সহজেই বিএসএনএল(BSNL) মোবাইল টাওয়ার বসিয়ে প্রতিমাসে সর্বোচ্চ ৫০০০০ টাকা উপার্জন করতে পারবেন।
ভারতের জনপ্রিয় টেলিকম ব্যবস্থা BSNL অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেড এই পরিষেবা প্রদান করছে। ইতিমধ্যেই রিচার্জের মূল্যবৃদ্ধির দরুন অনেকেই জিও ভোডাফোন কোম্পানিকে ত্যাগ করে বিএসএনএল কোম্পানিকে বেছে নিয়েছে।
বিএসএনএল টাওয়ার বসানোর পরিষেবা প্রদান করে তিনটি কোম্পানি GTL Infrastructure Limited, ATC Tower, Indus Tower,
তবে কিছু শর্ত এখানে প্রযোজ্য। যদি আপানার বাড়িতে বা ফাঁকা জমিতে এই শর্তগুলো মিলে যায় খুব সহজেই আপনারা বিএসএনএল টাওয়ার বসাতে পারবেন।
শর্তগুলির হল যিনি মোবাইল টাওয়ার বসাবেন তার নামেই সেই বাড়ির জায়গা বা জমি নথিভুক্ত থাকতে হবে। তবে এলাকায় BSNL একাধিক টাওয়ার থাকলে এই আবেদন খারিজ হতে পারে। সেক্ষেত্রে গুগল ক্রোমে গিয়ে Nperf com/en ওয়েবসাইট গিয়ে নিজের এলাকায় নাম লিখে সার্চ করলে দেখতে পারবেন আপনার এলাকায় কতগুলি টাওয়ার বসানো আছে।
আরও পড়ুনঃ Afganistan: হারের বদলা নেওয়ার ইভেন্ট প্রস্তুত আফগানিস্তানের
আবেদন করার জন্য কোনরকম মূল্যের প্রয়োজন নেই। যদি একাধিক টাওয়ার থাকা সত্ত্বেও আপনার এলাকার টাওয়ারের পরিষেবা ভালো নয় তাহলেও আপনার আবেদন গ্রহনযোগ্য হতে পারে। তবে আপনার এলাকায় ৩জি পরিষেবা থাকলে আপনি ৫জি পরিষেবার জন্য আবেদন করতে পারেন। আবেদন গ্রহণ হলে কোম্পানির তরফে জানানো হবে টাওয়ার প্রতিস্থাপন করার জন্য কি করনীয়।