ল্যাপটপের সবচেয়ে ক্ষুদ্র সংস্করণ বাজারে আনল Apple, সাইজ 5 বাই 5 ইঞ্চি

Last Updated:

বিক্রম ব্যানার্জী: ল্যাপটপের সবচেয়ে ক্ষুদ্র সংস্করণ উন্মোচন করেছে আন্তর্জাতিক ইলেকট্রিক গ্যাজেট নির্মাতা সংস্থা অ্যাপেল। জানা যাচ্ছে, লঞ্চ হওয়া এই ম্যাক মিনির সাইজ মাত্র 5 বাই 5 ইঞ্চি। সংস্থা তাদের কম্পিউটার ইউনিটে এই প্রথম ল্যাপটপের সবচেয়ে ক্ষুদ্র অবতার লঞ্চ করল। যা তার পূর্বসূরী মডেল গুলির অর্ধেকের চেয়েও ছোট।

আরও পড়ুন: ইংল্যান্ড তারকা বেন স্টোকসের বাড়িতে চুরি, খোয়ানো জিনিস ফিরে পেতে পোস্ট সোশ্যাল মিডিয়ায়

অ্যাপেলের এই ক্ষুদ্র যন্ত্রটি M4 ও M4 pro চিপের সাথে বাজারে এসেছে। যা উদ্ভাবনী এক নতুন থার্মাল আর্কিটেকচারের কারণে ছোট ডিজাইনে দুর্দান্ত পারফর্ম করবে। সংস্থা জানিয়েছে ম্যাক মিনি হল প্রথম সংস্করণ যা উৎপাদন, শিপিং ও ব্যবহারের ক্ষেত্রে 80 শতাংশ কার্বন নির্গমন প্রতিরোধ করে। বলা বাহুল্য, ম্যাক মিনি প্রথম 2005 সালে আপেলের হাত ধরে বাজারে পা রাখে। মূলত পিসির ব্যবহার কমাতেই অ্যাপেল কম্পিউটারটি বাজারে আনা হয়েছিল।

এরপর ধীরে ধীরে এর আয়তন কমতে শুরু করে। ব্যবহারকারীদের সুবিধার্থে ম্যাকের সাইজ ছোট করার পাশাপাশি 2020 সালের পর চিরাচরিত ইনটেল চিপ বদলে MI1 চিপসেট যুক্ত ম্যাক মিনি বাজারে আনে অ্যাপেল। তারপর থেকে M2, M3 চিপ যুক্ত ল্যাপটপ সেট লঞ্চ করতে থাকে কোম্পানি।

বর্তমানে সর্বশেষ সংস্করণটি পূর্বসূরী মডেলগুলি তুলনায় একবারে ছোট হওয়ার পাশাপাশি অত্যাধুনিক M4 চিপ যুক্ত। সংস্থা জানিয়েছে, বিশেষ করে পড়ুয়া ও ছোট ব্যবসায়ীদের কথা ভেবে সহজে পরিবহনযোগ্য ছোট অ্যাপেল কম্পিউটার তৈরি করেছে তারা। সিলিকন ম্যাকবুকের মতোই ম্যাক মিনিতেও অ্যাপেল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা রেখেছে আন্তর্জাতিক সংস্থাটি।