BSNL: মাথায় হাত জিওর, 5G পরিষেবা চালু করছে BSNL

Last Updated:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

রাজীব ঘোষ: সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL এখনো পর্যন্ত প্রযুক্তিগত আপডেট করতে পারেনি। 4G পরিষেবাও সারা ভারত জুড়ে সব জায়গাতে সেই ভাবে গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারেনি। কিন্তু এবার বিএসএনএলের পক্ষ থেকে যে খবর জানা যাচ্ছে, তাতে বিএসএনএল গ্রাহকেরা দুর্দান্ত পরিষেবা পেতে চলেছেন। সাম্প্রতিক বাজেটেই কেন্দ্রীয় সরকার বিএসএনএলের প্রযুক্তিগত আপডেট এবং পরিকাঠামো ক্ষেত্রে সংস্কারের জন্য প্রায় ৮০ হাজার কোটি টাকারও বেশি বাজেট বরাদ্দ করেছে।

ইতিমধ্যে এই জিও(Jio), এয়ারটেল, ভোডাফোনের মত বেসরকারি টেলিকম কোম্পানিগুলো তাদের মোবাইল রিচার্জ প্ল্যান এর দাম একেবারে আকাশছোঁয়া বাড়িয়ে দিয়েছে। তারপর থেকে বহু গ্রাহক তাদের নম্বর BSNL-এ পোর্ট করাচ্ছেন। এবার কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ‍্যোতিরাদিত‍্য সিন্ধিয়া বিএসএনএলের ৫জি নেটওয়ার্ক এর মাধ্যমে ভিডিও কল করার একটি ভিডিও শেয়ার করেছেন। BSNL 5G Network পরিষেবা শীঘ্রই চালু হতে চলেছে বলে কেন্দ্রীয় সূত্রে জানা যাচ্ছে।

আর এরপরেই একেবারে মাথায় হাত পড়েছে আম্বানির Reliance Jio-র। বর্তমানে বিএসএনএলের বেশ কিছু প্রিপেইড রিচার্জ প্ল্যান জনপ্রিয় হয়ে উঠেছে। তার মধ্যে ৭৯৭ টাকার একটি প্ল্যান যার ভ্যালিডিটি ৩০০ দিন। এই প্ল‍্যানে ৬০ দিনের জন্য গ্রাহকেরা ২ জিবি করে দৈনিক ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএসের সুবিধা পাবেন। বাকি ২৪০ দিন রিচার্জ না করলেও বিএসএনএল গ্রাহকদের ইনকামিং কলের সুবিধা দিচ্ছে।

আরও পড়ুনঃ Kinetic Green E-Luna X2: মাত্র ৮০ হাজার টাকায় চোখ ধাঁধানো স্টাইলিশ স্কুটার, এক্ষুনি বুক করুন

ফলে জিও, এয়ারটেল, ভোডাফোন ছেড়ে লক্ষ লক্ষ গ্রাহক ইতিমধ্যেই তাদের মোবাইল নম্বর বিএসএনএলে পোর্ট করতে চলেছেন। আর এর মধ্যেই সুখবর দিলেন কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ‍্যোতিরাদিত‍্য সিন্ধিয়া। তার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে দেখিয়েছেন বিএসএনএল ফাইভ জির মাধ্যমে ভিডিও কল করা যায়। বিএসএনএল এর 5g পরিষেবার এই ট্রায়াল C-DoT Campus-এ করা হয়েছে। ফলে আগামী দিনে সস্তায় জনপ্রিয় ৫জি নেটওয়ার্ক এর পরিষেবাও পেতে চলেছেন বিএসএনএল গ্রাহকরা।