রাজীব ঘোষ: মোবাইল প্রিপেইড রিচার্জ প্ল্যানের দুনিয়ায় এখন জোর টক্কর শুরু হয়েছে। বিএসএনএল বাদে সমস্ত টেলিকম কোম্পানি 5G পরিষেবা দেওয়া শুরু করে দিয়েছে। ফলে গ্রাহকেরাও ফাইভ জি ইন্টারনেট পরিষেবা নেওয়ার প্রতি আগ্রহী হচ্ছেন। এবার রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন প্রত্যেকেই 5G পরিষেবা দিচ্ছে। কিন্তু রিচার্জ প্ল্যান এর দাম বেড়ে গেছে অনেকটাই।
সেই জায়গায় দাঁড়িয়ে এয়ারটেলের তরফে কিন্তু ফাইভজি ইন্টারনেট পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আলাদা কোনো রিচার্জ প্ল্যান এর দাম বৃদ্ধি করা হয়নি। তারা 5G পরিষেবার জন্য বেশ কিছু নতুন প্ল্যান লঞ্চ করেছে। যেখানে জিও ফাইভ জি পরিষেবা দেওয়ার জন্য রিচার্জ প্ল্যান এর দাম বাড়িয়ে দিয়েছে। সেখানে Airtel গ্রাহকদের কিছুটা হলেও স্বস্তি দেওয়ার জন্য 5G ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে কিছু নতুন প্ল্যান নিয়ে এসেছে। এবার দেখে নেওয়া যাক, সেইসব প্ল্যানগুলিতে কত টাকায় কতদিনের ভ্যালিডিটি কি পরিষেবা পাওয়া যাচ্ছে?
Airtel ৩৭৯ টাকার রিচার্জ প্ল্যান: এতে ৩০ দিনের ভ্যালিডিটি থাকছে। আনলিমিটেড কলিং এবং দৈনিক ১০০টি এসএমএসের সুবিধা পাওয়া যাচ্ছে। 2 জিবি করে ফাইভ-জি ডাটা পাবেন গ্রাহকরা।
Airtel ৪০৯ টাকা রিচার্জ প্ল্যান: এর ভ্যালিডিটি ২৮ দিন। এতে প্রতিদিন ২.৫ জিবি করে ফাইভ জি ডেটা পাবেন গ্রাহকেরা। তার সঙ্গে আনলিমিটেড কলিং এবং ১০০ টি এসএমএসের সুবিধা পাওয়া যাচ্ছে।
আরও পড়ুনঃ চরম দুর্ভোগে মেদিনীপুরের ছাত্রছাত্রীরা, কী করলেন হোস্টেলের রাঁধুনী
Airtel ৪৭৯ টাকার রিচার্জ প্ল্যান: এতে গ্রাহকেরা ৩০ দিনের বৈধতা পাচ্ছেন। প্রতিদিন ২.৫ জিবি করে ফোর জি ডেটাসহ 5g পরিষেবা পাওয়া যাবে। তার সঙ্গে আনলিমিটেড কলিং এবং ১০০ টি এসএমএসের সুবিধা পাচ্ছেন গ্রাহকরা।
Airtel ৩৫৯৯ টাকা রিচার্জ প্ল্যান: এর ভ্যালিডিটি ৩৬৫ দিন অর্থাৎ এক বছর। যারা এক বছরের জন্য নিশ্চিন্ত থাকতে চান এই প্ল্যান নিতে পারেন। এতে প্রতিদিন 2 জিবি করে ফোরজি ডেটা সমেত ১০০ টি এসএমএস এবং আনলিমিটেড কল এর সুবিধা পাচ্ছেন গ্রাহকরা।
Airtel ১৭৯৮ টাকার রিচার্জ প্ল্যান: এর ভ্যালিডিটি ৮৪ দিন। এতে প্রতিদিন ৩ জিবি করে ফোরজি ডাটা সহ আনলিমিটেড কলিং এবং ১০০ টি এসএমএসের সুবিধা পাওয়া যাচ্ছে। এতে Netflix সাবস্ক্রিপশন পাবেন গ্রাহকরা।
Airtel ৮৩৮ টাকার রিচার্জ প্ল্যান: এর ভ্যালিডিটি ৫৬ দিন। এতে প্রতিদিন ৩ জিবি করে ফোরজি ডেটা সমেত আনলিমিটেড কলিং এবং ১০০টি এসএমএসের সুবিধা পাবেন গ্রাহকরা।