বিক্রম ব্যানার্জী: তথ্যপ্রযুক্তির বাজার এক প্রকার দখল করে রেখেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স(AI)। যা মানুষ কোনদিনও ভাবতে পারেনি সেই ঘটনাই সম্ভব করে দেখাচ্ছে AI। সম্প্রতি AI-এর ক্ষমতা জাহির করতে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত অডিও জেনারেটর তৈরি করেছেন গবেষকরা। সূত্রের খবর, এই নতুন গবেষণার মাধ্যমে মানুষ যা আগে শোনেনি, যেই শব্দ মানুষের একেবারে অচেনা ঠিক সেই রকম কিছু অপরিচিত শব্দ তৈরি করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের(AI) এই বিশেষ অডিও জেনারেটর।
আমেরিকার কম্পিউটার চিপ জায়ান্ট এনভিডিয়ার একটি গবেষক দল আসন্ন জেনারিটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলটিকে তৈরি করছেন। যার নাম দেওয়া হয়েছে ‘ফুগাত্তো’। জানা গিয়েছে, গবেষকদের একটি দল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে মূলত অপরিচিত শব্দের জন্য এক ধরনের সুইস আর্মি নাইফ তৈরি করতে চেয়েছিলেন। এই টুলটির ব্যবহারে যেকোনও লিখিত ভাষ্য বা টেক্সটের মাধ্যমে অডিও অথবা গান এডিট করে তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা। কৃত্তিম বুদ্ধিমত্তাযুক্ত ফুগাত্তো অডিও জেনারেটর টুলটির বিষয়ে এনভিডিয়ার মিডিয়া ও এন্টারটেইনমেন্ট বিভাগের দায়িত্বে থাকা ভাইস প্রেসিডেন্ট রিচার্ড কেরিস জানান, যেকোনও এআই মডেলের থেকে ফুগাত্তো-র ক্ষমতা হাজার গুণ বেশি।
একসাথে একাধিক নতুন শব্দ তৈরির মাধ্যমে গান তৈরি করার দুর্দান্ত সুযোগ রয়েছে এই টুলটির দৌলতে। জানা গিয়েছে, এই নয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল ব্যবহার করে সেক্সোফোন, গিটার, পিয়ানো কিংবা অন্য যেকোনও বাদ্যযন্ত্রের সুর তৈরি করা যায়। এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাদ্যযন্ত্রের শব্দ তো অনেক পরের কথা ট্রেনের গতির শব্দকেও স্ট্রিং অর্কেস্ট্রায় রূপান্তরিত করেছে এই এআই টুল। রিচার্ড জানান, এই নতুন টুলটি তৈরি করতে বিজ্ঞানীদের এক বছরেও বেশি সময় লেগেছে। এখন এটিকে প্রশিক্ষণ দেওয়ার অপেক্ষা। যার জন্য কয়েক মিলিয়ন অডিও স্যাম্পেলের প্রয়োজন। বলা বাহুল্য, এই এআই টুল যেকোনও শব্দ পরিবর্তন করার পাশাপাশি নতুন অচেনা শব্দ তৈরি করতে সক্ষম।