বিক্রম ব্যানার্জী: আফগানিস্তানের(Afghanistan) দাপট দেখছে হারারে। 3 ম্যাচের ওয়ানডের দ্বিতীয়টিতে জিম্বাবুয়ের ছেলেদের গুঁড়িয়ে দিয়েছে আফগানরা। আতালদের তৈরি লক্ষ্য ছুঁতে গিয়ে মাত্র 54 রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে(Zimbabwe)। যার জেরে সিরিজের দ্বিতীয় দিনে 232 রানের অভাবনীয় ব্যবধানে জয় পেয়েছে আফগানিস্তান।
জিম্বাবুয়ের বিরুদ্ধে ব্যাট হাতে মাঠে নেমেই ছুঁটে আসা বলকে গন্তব্য দেখাতে শুরু করেন আফগানিস্তানের ছেলেরা। আফগান ক্রিকেটারদের ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতে প্রথম আর্ধ শেষে 287 রানের বড় লক্ষ্য তৈরি করে হাসমতউল্লাহ শহীদির দল। শত্রু পক্ষের বিরাট রানের জবাবে 54 রান করেই খেই হারায় জিম্বাবুয়ে। আর সেই পথ ধরেই ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় জয় পায় আফগান ব্রিগেড।
এর আগে ওয়ানডের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ব্যাট হাতে মাঠে নামলেও খেলাটি পরিত্যক্ত হয়েছিল। ফলত প্রথম দিনের অপ্রাপ্তি বুকে নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে আফগানিস্তান। আফগান খেলোয়াড়দের ব্যাটিং ভঙ্গি দেখে বোঝাই যাচ্ছিল রানের ঝড় উঠতে পারে বোর্ডে। ম্যাচ শেষে সেই সম্ভাবনাই সত্যি হয়েছে। 286 রানের বড় পুঁজি নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তানের লড়াকুড়া।
এদিন জিম্বাবুয়ের বিরুদ্ধে জ্বলে উঠেছিলেন আফগানিস্তানের দুই ধুরন্ধর ব্যাটার সোদিকুল্লাহ আতাল এবং আব্দুল মালিক। আতালের ব্যাট সেবার 128 বলে 104 রান তুলেছিল। অন্যদিকে আব্দুল মালিকের ব্যাট থেকে এসেছিল 84 রানের একটি দুর্দান্ত ইনিংস। তবে আফগানিস্তানের আপ্রাণ চেষ্টার কাছে মাথা নুইয়েছে জিম্বাবুয়ের সাফল্য। যদিও প্রতিপক্ষ দলের সিকান্দার রাজা অপরাজিত থেকে খেলা ধরে রাখার চেষ্টা করলেও শহীদি বোলারদের তোপের মুখে পড়ে সফর করতে পারেননি কোনও ব্যাটারই। আগামীকাল ওয়ানডে সিরিজের তৃতীয় অর্থাৎ অন্তিম ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে।