Wriddhiman Saha: ক্রিকেটকে আলভিদা ঋদ্ধিমান সাহার, নেপথ্যে কোন অপ্রাপ্তি?

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: আন্তর্জাতিক ক্রিকেটে ইতি টেনেছিলেন আগেই, এবার চলতি রঞ্জি ট্রফি দিয়ে সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন ভারতের উইকেট কিপার ব্যাটার ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অবসরের কথা জানিয়েছেন খোদ ঋদ্ধিমান নিজেই।

2021 সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে হাত নাড়িয়ে আলভিদা জানিয়েছিলেন ঋদ্ধি। তবে বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলাটা যেন তার ভাললাগার বিষয় গুলির মধ্যে একটি ছিল। কাজেই রঞ্জি ট্রফি অব্যাহত রেখেছিলেন। তবে এবার সেই অবস্থান থেকেও সরে দাঁড়াচ্ছেন তিনি। রবিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করে অবসরের কথা জানিয়েছেন বাংলার এই তারকা ক্রিকেটার।

আরও পড়ুন: শীত আসছে, সাবধান! ভুলেও এভাবে ব্যবহার করবেন না গিজার!

মহেন্দ্র সিং ধোনির পর ভারতের জাতীয় দলে উইকেট কিপার হিসেবে বিশ্বাসের নাম ছিল রিদ্ধিমান সাহা। তবে পরবর্তীতে 2021 সালের অন্তিম পর্বে এসে উইকেট কিপারের দায়িত্ব ঋদ্ধির কাছ থেকে ফিরিয়ে নেয় ভারত। আর সে বছরই আন্তর্জাতিক ক্রিকেটে কিউইদের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিল সাহা। ভারতীয় খেলোয়াড়ের ক্রিকেট ক্যারিয়ারের চোখ রাখলে দেখা যাবে এখনও পর্যন্ত ভারতের হয়ে 40 টি টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে 1300-রও বেশি রান হাঁকিয়েছেন তিনি।

সেই সাথে ঋদ্ধির ব্যাট থেকে এসেছে 3 টি সেঞ্চুরি ও 6টি ফিফটি। অন্যদিকে উইকেট রক্ষকের ভূমিকায় 12 টি স্টাম্পিং ও 92 টি উড়ন্ত ক্যাচ ধরেছেন এই ভারতীয় খেলোয়াড়। তবে বর্তমানে ভারতের হয়ে উইকেটের পিছনে দাঁড়ানোর মতো অনেক খেলোয়ারই রয়েছে। ধ্রুব জুড়েল থেকে শুরু করে লোকেশ রাহুল কিংবা ঋষভ পন্থ সকলেই দুর্দান্ত উইকেট কিপার। ফলত নতুনদের উপস্থিতিতে দলে আর সেভাবে জায়গা করে উঠতে পারবেন না বলেই হয়তো ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘোষনা করলেন ঋদ্ধি।