বিক্রম ব্যানার্জী: বাংলাদেশ থেকে শুরু করে নিউজিল্যান্ড টেস্ট, বারংবার পরাস্ত হওয়ার পর সমালোচনার বেড়াজালে জড়িয়ে এক প্রকার করুণ অবস্থা হয়েছিল কিং কোহলির(Virat Kohli)। ভারতের সবচেয়ে ভরসার জায়গা যে দুজন, সেই বিরাট-রোহিতের ব্যাটে ঝোড়ো হাওয়া না দেখে হতাশ হয়ে পড়েছিলেন ভক্তরা। এবার সেই হতাশা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজে হাতে কাটালেন কোহলি(Virat Kohli)। দীর্ঘ ছয় বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে হুঙ্কার ছাড়লেন বিরাট(Virat Kohli)। নিজের সাফল্যকে মাঝ মাঠে দাঁড়িয়ে চেনা ছন্দে স্ত্রী অনুষ্কার উদ্দেশ্যে উৎসর্গ করলেন 18 নম্বর জার্সি(Virat Kohli)।
শেষবারের মতো অজি তারকাদের বিরুদ্ধে 2018 সালে শতরানের ইনিংস খেলেছিলেন বিরাট। পার্থের অপ্টাস স্টেডিয়ামে সেঞ্চুরি হাঁকিয়ে নিজের টেস্ট কেরিয়ারে একটি অনবদ্য শতরান যোগ করেছিলেন তিনি। এবার চলতি বর্ডার গাবাস্কার ট্রফির ম্যাচ দিয়ে নতুন শতরান মিলিয়ে সব ফর্ম্যাটে 12 নম্বর সেঞ্চুরি গড়লেন কোহলি। যদিও শেষ সেঞ্চুরিতে রাজকিয় ছাপ রেখেছেন ভারতের এই মহতারকা। মাত্র 19 বলে সেঞ্চুরির শেষ 30 রান করে গ্যালারিতে বসে থাকা স্ত্রী অনুষ্কা শর্মাকে চেনা ছন্দে ব্যাট উঁচিয়ে ফ্লাইং কিস ছুড়লেন বিরাট। সেই সাথে ভারতীয় ব্যাটারকে পরিচিত ভঙ্গিতে দেখল অস্ট্রেলিয়া।
মার্নাস ল্যাবুশানের বলকে বাউন্ডারি দেখিয়ে সেঞ্চুরি হাঁকানোর পরই ভারতের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন অধিনায়ক বুমরাহ। ঠিক এই সময়ে মাঠ ছাড়ার পূর্বে স্ত্রীয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিরাট বলেন, ‘প্রতিটা মুহূর্তে অনুষ্কাকে পাশে পেয়েছি। যখন ম্যাচ খুব একটা ভাল যায় না তখন মানসিকভাবে কী হয় ও জানে। মাঠের বাইরে কী কী হয় তাও জানে অনুষ্কা।’ এরপরই সমালোচকদের জবাবে কড়া ভাষায় বিরাট জানান, ‘আমি শুধুমাত্র দলের অবদান রাখতে চেয়েছিলাম, এমনই এমনই দলে নিজের জায়গা আঁকড়ে ধরে রাখতে চাই না। দেশের হয়ে ভাল খেলতে পারলে গর্বিত বোধ করি। বিশেষত অনুষ্কা আছে বলে মাঠে ব্যাপারটা আরও স্পেশাল হয়ে উঠেছে।’
আরও পড়ুন: পুলিশের খাটনির দিন শেষ! জেলে বসেই আদালতের শুনানিতে অংশ নেবেন সঞ্জয়