Australia: প্রথম টেস্টে পরাজয়ের পরই দুঃসংবাদ অজি শিবিরে, লাভ হবে ভারতের?

Published On:

বিক্রম ব্যানার্জী: ভারতের বিরুদ্ধে পার্থের প্রথম টেস্টেই 295 রানের বিশাল ব্যবধানে হেরে মাঠ ছেড়েছে অস্ট্রেলিয়ার(Australia) ছেলেরা। প্রথম 5 ম্যাচের টেস্টে পরাস্ত হয়ে নিজেদের গুটিয়ে রেখে 6 ডিসেম্বরের দ্বিতীয় টেস্টের জন্য অপেক্ষা করছে কামিন্সের দল(Australia)। এহেন আবহে জয়ে ফিরতে মরিয়া অজি(Australia) শিবিরে এলো দুঃসংবাদ। অ্যাডিলেডে ভারতের বিরুদ্ধে আক্রমণ শানানোর আগেই দল(Australia) থেকে ছিটকে গেলেন তারকা পেসার জস হ্যাজলউড।

প্রথমবারে না হলেও পরের ম্যাচগুলোতে ভারতকে জব্দ করতে মুখিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। বিরাট-যশস্বীদের ব্যাটের ঝোড়ো হাওয়া আটকাতে দলের তারকা পেসারদের কাঁধে ভর দিয়েই দিন গুনছিল তারা। এমন পরিস্থিতিতে বাধ সাধল তারকা পেসার হ্যাজলউড। আসন্ন 6 ডিসেম্বরের দ্বিতীয় টেস্টে থাকছেন না তিনি। সেই সাথে সিরিজের পরবর্তী ম্যাচগুলিতেও তাকে নিয়ে যথেষ্ট আশঙ্কা তৈরি হয়েছে অজি ব্রিগেডে। মূলত লো গ্রেড লেফট সাইড চোটের কারণে ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্টে মাঠে নামতে পারবেন না হ্যাজলউড।

তবে মাঠে নেমে দলকে সঙ্গ দিতে না পারলেও বাইরে থেকে সতীর্থদের উৎসাহ যোগাবেন অজি পেসার। দলের অন্যতম ধুরন্ধর বোলারের চোট থাকায় তার জায়গায় বদলি হিসেবে অস্ট্রেলিয়ায় যোগ দিচ্ছেন পেসার শন অ্যাবট ও ব্রেন্ডান ডগেট। আন্তর্জাতিক ক্রিকেটে অনভিষিক্ত খেলোয়াড় হিসেবে দুজনই অভিষেকের অপেক্ষায় মুখিয়ে রয়েছেন। তবে মনে করা হচ্ছে খুব একটা প্রয়োজন না হলে এবারেও তাদের মাঠে ডাকবে না অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’, প্রভাব পড়বে বাংলাতেও! দেখুন ঝড়ের সমস্ত আপডেট