বিক্রম ব্যানার্জী: উরুগুয়ের তারকা ফুটবলার রদ্রিগো বেন্তানকুরকে(Rodrigo Bentancur) অগ্রহণযোগ্য বিতর্কিত মন্তব্য করার অপরাধে আগামী 7 ম্যাচের জন্য নিষিদ্ধ করল ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (দ্য এফএ)। নিষেধাজ্ঞার পাশাপাশি অর্থদণ্ড হিসেবে 1 লাখ 26 হাজার মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে এই ফুটবলারকে। দ্য এফএ-র তদন্তকারী কমিশনের সুপারিশেই এই কঠিন শাস্তি ভোগ করতে হলো উরুগুয়ের ফুটবল তারকাকে(Rodrigo Bentancur)।
খেলোয়াড়ের শাস্তির নেপথ্যে রয়েছে টেলিভিশন প্রোগ্রামে টটেনহ্যাম সতীর্থ হিউন-মিন-সনকে নিয়ে করা অগ্রহণযোগ্য মন্তব্য। গত জুনে উরুগুয়ের একটি টেলিভিশন প্রোগ্রামে নিজের টটেনহ্যামের সহযোদ্ধা সনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন রদ্রিগো বেন্তানকুর। ঘটনাটি সূত্রপাত হয়েছিল উরুগুয়ে তারকার কাছে একজন টটেনহ্যাম খেলোয়াড়ের জার্সি চাওয়ার পরই।
এই সময়ে বেন্তানকুর খানিকটা মজার ছলে জিজ্ঞেস করেছিলেন, ‘সনির? দেখো এই জার্সি সনিরেরও হতে পারে। কারণ তাদের সবাইকে দেখতে প্রায় একই রকমই মনে হয়।’ নিজের বেফাঁস মন্তব্যের পরই সনের কাছে ক্ষমা চেয়েছিলেন বেন্তানকুর। ভুল বুঝে তাকে ক্ষমাও করে দিয়েছিলেন সন। পরবর্তীতে তাদের একসঙ্গে মাঠ দখল করতেও দেখা গিয়েছে। তবে সমস্যা তৈরি হয় ইংল্যান্ড ফুটবল ফেডারেশনের দ্বিমতের পরই। সেপ্টেম্বরেই বেন্তানকুরের বিরুদ্ধে স্বাধীন কমিশন গঠন করে দ্য এফএ। এরপরই বিতর্কিত মন্তব্যের ভিত্তিতে 7 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় তাকে।
আরও পড়ুন: পাকিস্তানের হোটেলে আগুন, কোনও মতে প্রাণে বাঁচলেন 5 মহিলা ক্রিকেটার