বিক্রম ব্যানার্জী: আইপিএল 2025 মেগা নিলামে অবিক্রীত খেলোয়াড়দের মধ্যে থেকে জম্মু ও কাশ্মীরের ফার্স্ট বোলার উমরান মালিককে(Umran Malik) তুলে এনেছিল কলকাতা নাইট রাইডার্স। একেবারে শেষ রাউন্ডে পৌঁছে যখন অন্যান্য ফ্রাঞ্চাইজিগুলি তার(Umran Malik) থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সেই সময়ে তরুণ বোলারকে 75 লাখ দিয়ে কিনে নেয় কলকাতা। এবার সেই খেলোয়াড়(Umran Malik) কেকেআর শিবিরে আসতেই বিরোধী দলের উদ্দেশ্যে হুংকার ছাড়লেন।
মেগা নিলামের শেষ দিনের অন্তিম পর্বে দাঁড়িয়ে দল পেতে মুখিয়ে ছিলেন বেশকিছু অনভিজ্ঞ খেলোয়াড়। তাদের মধ্যে নাম ছিল জম্মু ও কাশ্মীরের ফার্স্ট বোলার উমরানেরও। প্রথম রাউন্ড থেকে শুরু করে শেষ রাউন্ডের অন্তিম লগ্ন পর্যন্ত তার জন্য বিড করেনি কোনও ফ্রাঞ্চাইজি। এমন সময়ে শেষ রাউন্ডের দ্বারপ্রান্তে পৌঁছে উমরানকে দলে টেনে নেয় কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে দল পেতেই খেলোয়াড়ের ফিটনেস নিয়ে উঠে আসে একাধিক প্রশ্ন।
তবে সেসব মন্তব্যকে নস্যাৎ করে ফাস্ট বোলার উমরান মালিক জানান, ‘কেকেআরের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই খুব খুশি। কলকাতার জার্সি গায়ে তোলার জন্য মুখিয়ে রয়েছি। দলটি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং আমি নিশ্চিত তারা এই মরসুমে আরেকটি শিরোপা জিতবে। আমি এখন 200 শতাংশ ফিট এবং খেলার জন্য মরিয়া। আইপিএলে ভাল পারফর্ম করে ভারতীয় দলে কাম ব্যাক করতে চাই।’
এরপরই প্রতিপক্ষের ব্যাটারদের উদ্দেশ্যে হুঙ্কার ছেড়ে উমরান বলেন, ‘আমি এবারের 2025 আইপিএলে কিছু চমক দেখাতে চাই। উইকেট নেওয়ার বিষয়ে তুমুল আত্মবিশ্বাসী। শুধুই কেকেআরের হয়ে পারফর্ম করতে চাই। আমি 160 কিলোমিটার প্রতি ঘন্টায় বল করতে পারব কিনা তা নিশ্চিত করতে পারছি না। তবে এটা ঠিক যে, আমি 150 কিলোমিটার প্রতি ঘন্টায় বল করে অনেক উইকেট ভাঙবো।’
আরও পড়ুন: শ্রেয়াস আইয়ারের পর অধিনায়ক হচ্ছেন টিমেরই এক অভিজ্ঞ মুখ! জানিয়ে দিলেন কেকেআরের সিইও