T20 WC 2024 : মার্কিন ব্যাটসম্যান অ্যারন জোন্সের বিষ্ফোরক ইনিংসে উড়ে গেল কানাডা

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ (ICC T20 World Cup 2024) এর প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র ৭ উইকেটে কানাডাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল। মার্কিন ব্যাটসম্যান অ্যারন জোন্স ৪০ বলে ৯৪ রানের বিষ্ফোরক ইনিংস খেলেন।

এদিন উদ্বোধনী ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কানাডা প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৪ রান করে। নবনীদ ধালিওয়াল এবং নিকোলাস কির্টন হাফ সেঞ্চুরি করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে, কোরি অ্যান্ডারসন, আলি খান এবং হারমিত সিং একটি করে উইকেট লাভ করেন এবং দুটি ডিসমিসাল রানআউট হন।

১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম ওভারেই স্টিভেন টেইলরের উইকেট হারায়। এরপর দ্বিতীয় ওপেনার মনঙ্ক প্যাটেলও ফিরে যান মাত্র ১৬ রান করে। আন্দ্রেস গাস এবং অ্যারন জোন্স দলকে প্রাথমিক ধাক্কা থেকে বের করে এনে নেতৃত্ব দেন। আন্দ্রেস গাস ৬৫ রান করেন। এবং অ্যারন জোন্স ৯৪ রানের বিষ্ফোরক ইনিংস খেলে দলকে জেতান। ১৭.৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে যায় মার্কিন যুক্তরাষ্ট্র।