বিক্রম ব্যানার্জী : নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই হওয়ার পর ভারতের লজ্জার পরাজয় নিয়ে মুখ খুলেছেন অনেকেই। তবে সেই সুরে বেশিরভাগই উঠেছে অধিনায়ক রহিত শর্মার(Rohit Sharma) নাম। তার ব্যর্থতাকেই কাঠগড়ায় তুলেছেন ক্রিকেট পাড়ার নাগরিকরা। সেই সাথে সমর্থকদের সমালোচনা তো আছেই। তবে সম্প্রতি আসন্ন অস্ট্রেলিয়া সফরে রোহিত শর্মার উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। অস্ট্রেলিয়ার ম্যাচেও ব্যাটিং বিপর্যয় না কাটিয়ে উঠতে পারলে হিটম্যানের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কথা বলেছেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার।
আরও পড়ুনঃ রাশিয়ার সাথে যৌথ সামরিক মহড়ায় নামল ইন্দোনেশিয়া, রাগে ফুঁসছে আমেরিকা!
ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে 22 নভেম্বরের অস্ট্রেলিয়া টেস্ট। আর তার আগেই নিউজিল্যান্ডের কাছে চুনকাম হয়েছে রোহিত ব্রিগেড। ফলত ভারতীয় দলের করুন অবস্থার পিছনে রোহিত শর্মাকে দায়ী করে প্রাক্তন অধিনায়ক শ্রীকান্ত বলেন, ‘রোহিত শর্মা ভাল খেলতে না পারলে সে নিজেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবে। টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছে আগেই। দলের স্বার্থে মনে রাখা উচিত রোহিতের বয়স কিন্তু বাড়ছে, কমছে না।’ শর্মার প্রসঙ্গে নিজের ইউটিউব শোতে শ্রীকান্ত আরও জানান, ‘রোহিত অবস্থান বুঝে নিজেই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াবে। খেলবে শুধু ওয়ানডে।’
কেউইদের বিরুদ্ধে শেষ টেস্টের রণক্ষেত্র মুম্বইয়ের মাটিতে পরাস্ত হওয়ার পর নিজেদের ভুল স্বীকার করেছিলেন রোহিত শর্মা। আর সেই স্বীকারোক্তিকে সম্মান জানিয়ে প্রাক্তন অধিনায়ক শ্রীকান্তর সংযোজন, ‘রোহিত শর্মার কলিজা আছে। পুরো সিরিজে খারাপ খেলে ভুল স্বীকার করে নেওয়ার জন্য তাকে টুপি খোলা অভিনন্দন। একজন খেলোয়াড় খারাপ খেলতেই পারেন কিন্তু সেই খারাপ পরিস্থিতির পিছনে থাকা ভুল স্বীকার করে নেওয়া এক অত্যন্ত গুরুত্বপূর্ণ গুন। ভুল স্বীকার করেছে মানে সে ভালো ছন্দে আছে।’
এদিন রোহিত শর্মাকে নিয়ে একরাশ অভিযোগ মিশ্রিত বক্তব্য প্রকাশ করলেও কোহলির খারাপ ফর্ম প্রসঙ্গে শ্রীকান্ত জানান, ‘তার মতে বিরাট কোহলি অস্ট্রেলিয়া সফর থেকে ছন্দে ফিরবেন। তাকে নিয়ে এখন বেশি ভাবাটা অনেক আগেভাগে হয়ে যাচ্ছে। কোহলির হাতে এখনও অনেক সময় আছে।’ এদিন ভারতের প্রাক্তন অধিনায়কের গলায় একপ্রকার বিরাট কোহলি কে সমর্থনের সুর শোনা গিয়েছিল। খেলোয়াড়ের বর্তমান ফর্ম নিয়ে যে তিনি একেবারেই চিন্তিত নন একথা নিজের বক্তব্যের মধ্য দিয়ে একেবারেই স্পষ্ট করে দিয়েছিলেন শ্রীকান্ত।