শ্রীলঙ্কার গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের(SL vs NZ) মধ্যে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কা শক্তিশালী অবস্থানে। প্রথম দিনের খেলা শেষে শ্রীলঙ্কা ৩ উইকেটে ৩০৬ রান করেছে। শতরান করেন দিনেশ চান্দিমাল।
এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর শ্রীলঙ্কা প্রথম ওভারেই তাদের ওপেনার পথুম নিসাঙ্কাকে হারিয়ে চাপে পড়ে যায়। এর পর ক্রিজে আসেন দিনেশ চান্দিমাল, এবং দিমুথ করুনারত্নের সঙ্গে শ্রীলঙ্কাকে এগিয়ে নিয়ে যেতে থাকেন দিনেশ চান্দিমাল। তাদের মধ্যে ১২২ রানের পার্টনারশিপ হয়। করুনারত্নে ৪৬ রান করে আউট হলেও দিনেশ চান্দিমাল তার স্বাভাবিক খেলা বজায় রাখেন।
এর পর অ্যাঞ্জেলো ম্যাথিউসের সথে জুটি বেঁধে শ্রীলঙ্কাকে এগিয়ে নিয়ে যেতে থাকেন দিনেশ চান্দিমাল। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের ৫৮ তম ওভারে এই মুহূর্তটি এসেছিল যখন দিনেশ চান্দিমাল আত্মবিশ্বাসের সাথে মিচেল স্যান্টনারের একটি ডেলিভারি লং-অফে ড্রাইভ করে, আইকনিক গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শতরান পূর্ণ করেন। ১১৬ রান করে আউট হন দিনেশ চান্দিমাল।
আরও পড়ুনঃ আসন্ন মহিলাদের T20 বিশ্বকাপ, ভারত কী পারবে চ্যাম্পিয়ন হতে?
দিনেশ চান্দিমাল দুর্দান্ত ইনিংস খেলে আউট হওয়ার পর অ্যাঞ্জেলো ম্যাথিউস কামিন্দু মেন্ডিসকে নিয়ে শ্রীলঙ্কার ইনিংসকে ৩০০ পার করে দেয়।দিনের শেষে শ্রীলঙ্কা ৩ উইকেটে ৩০৬ রান করেছে। অ্যাঞ্জেলো ম্যাথিউস ৭৮ রানে ও কামিন্দু মেন্ডিস ৫১ রানে অপরাজিত রয়েছেন। নিউজিল্যান্ডের হয়ে সাউদি ও ফিলিপ একটি করে উইকেট নেন।