শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড(SL vs NZ) এর মধ্যে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে রানের পাহাড়ে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংস ৫ উইকেটে ৬০২ রান করে ইনিংস ডিক্লার্ড করে। দ্বিতীয় দিনের খেলা শেষে নিউজিল্যান্ড ২ উইকেটে ২২ রান করেছে। এদিন গল আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ইনিংসে শ্রীলঙ্কা তাদের সর্বোচ্চ স্কোর নথিভুক্ত করেছে।
গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এদিন শ্রীলঙ্কার ২৫ বছর বয়সী ব্যাটসম্যান কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের রেকর্ডের সমান করেছে। শুক্রবার শ্রীলঙ্কার তারকা কামিনু মেন্ডিস ইতিহাসের বইয়ে তার নাম লিখিয়েছেন। কামিনু মেন্ডিস এখন যৌথ-দ্রুততম ক্রিকেটার হয়েছেন যিনি ১৩ ইনিংসে ১০০০ টেস্ট রান করেছেন। এর আগে ব্র্যাডম্যানের নামে এই রেকর্ড ছিল।
আজ দ্বিতীয় দিনে শ্রীলঙ্কা ৩ উইকেটে ৩০৬ রান নিয়ে খেলতে নেমে খেলা শুরুর কিছুক্ষণ পরেই অ্যাজেলো ম্যাথুস ৮৮ রান করে আউট হন। তারপর ধনঞ্জয় ডি সিলভা ৪৪ রান করে প্যাভিলিয়নে ফিরলেও কামিনু মেন্ডিস একপ্রান্তে থেকে যান। এভাবেই প্রথম দিনে করা অর্ধশতককে সেঞ্চুরিতে রূপান্তর করে নতুন ইতিহাস গড়েন তিনি।
কামেন্দু মেন্ডিস টেস্ট ক্যারিয়ারে এদিন পঞ্চম সেঞ্চুরি যা তার ১৩তম টেস্ট ইনিংসে এসেছে। কামেন্দু মেন্ডিস একমাত্র ব্যাটসম্যান যিনি ২০২৪ সালে টেস্টে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি করেছেন। চলতি বছরে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির নিরিখে তিনি পেছনে ফেলেছেন জো রুটকে। ২০২৪ সালে ৪টি সেঞ্চুরি করেছেন জো রুট। এরপর অলি পোপ, শুভমান গিল ও কেন উইলিয়ামসনের নামে ৩টি করে সেঞ্চুরি রয়েছে।
আরও পড়ুনঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নজরে থাকবেন ভারতের এই 5 মহিলা খেলোয়াড়
আজ শ্রীলঙ্কার কামেন্দু মেন্ডিস এর সাথে শতরান করেন কুসল মেন্ডিস, গতকাল শতরান করেছিলেন দিনেশ চান্দিমাল। এদিন কামিন্দু মেন্ডিস ১৮২ রান করে অপরাজিত থাকেন। কুসল মেন্ডিস ১০৬ রান করেন। শ্রীলঙ্কা ৫ উইকেটে ৬০২ রান করে ডিক্লার্ড করে। নিউজিল্যান্ডের হয়ে গ্ল্যান ফিলিপ সর্বচ্চো ৩টি উইকেট নেন। দিনের শেষে নিউজিল্যান্ড ২ উইকেটে ২২ রান করেছে।