বিক্রম ব্যানার্জী: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আক্রমণ শানাতে বিদেশের মাটিতে পা রেখেছিল লঙ্কানবাহিনী। দুই ম্যাচের প্রথম টেস্টের প্রথম ইনিংসেই প্রোটিয়াদের বিরুদ্ধে টিকে থাকতে এক প্রকার নাভিশ্বাস উঠে যায় শ্রীলঙ্কার ছেলেদের। এহেন আবহে লঙ্কান শিবিরে ধ্বস নামিয়ে ছেড়েছিলেন দক্ষিণ আফ্রিকার 24 বছর বয়সী বাঁহাতি পেসার মার্কো জেনসেন(Marco Jansen)। এই তরুণ খেলোয়াড়ের(Marco Jansen) কব্জির জোরের কাছে মাথা নুইয়েছে ধনঞ্জয় ডি সিলভার দল।
দুই ম্যাচের টেস্টের প্রথমটিতে ব্যাট হাতে মাঠে নেমে লঙ্কানদের 192 রানের লক্ষ্যে বেঁধে ফেলে দক্ষিণ আফ্রিকার ছেলেরা। জবাবে 42 রানে অলআউট হয়ে যায় লঙ্কান ব্রিগেড। আশ্চর্যের বিষয় 15 ওভারও মাঠে টিকে থাকতে পারেনি শ্রীলঙ্কার ছেলেরা। নেপথ্যে যদিও রয়েছে দক্ষিণ আফ্রিকার হাড় কাঁপানো বোলিং। মাত্র 6 ওভার 5 বলে 13 রান দিয়ে একাই শ্রীলঙ্কার 7 উইকেট ভেঙেছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি মিডিয়াম পেসার মার্কো জেনসেন। লঙ্কান শিবিরে ধ্বস নামিয়ে নিজেদের জয়ের রাস্তা শুধুই মসৃণ করেননি মার্কো। সেই সাথে 120 বছরের রেকর্ডও ছুঁয়ে ফেলেছেন তিনি।
বলা বাহুল্য, এর আগে 1904 সালে টেস্ট ইনিংসে মাত্র 7 ওভারে 7 উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক হিউ ট্রাম্বলার। এক ইনিংসেই উইকেটের ঝড় তুলে 120 বছর ধরে অসাধ্য সাধনের রেকর্ডে নাম ছিল শুধুই ট্রাম্বলারের। সেই রেকর্ড ভাঙা তো দূর তার ধারে কাছেও ঘেঁষতে পারেননি কেউই। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে 7 উইকেট ছিনিয়ে দীর্ঘ দশ যুগের অবসান ঘটিয়েছেন মার্কো জেনসেন। বিপরীতে বুধবার দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে 42 রানে অলআউট হয়ে টেস্ট কেরিয়ারের ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ড গড়েছে শ্রীলঙ্কা।
আরও পড়ুন: অবশেষে 7 শতাংশ DA বাড়ল রাজ্যের সরকারি কর্মীদের! ডিসেম্বরেই ঢুকবে মোট টাকা