Shubman Gill: ‘এই প্রজন্ম কে বল করছে সেটা দেখে না’, গাব্বায় টেস্ট শুরুর আগেই আত্মবিশ্বাসী সুর শুভমনের গলায়

Published On:

বিক্রম ব্যানার্জী: শেষবারের মতো 2021 মরসুমের ব্রিসবেন টেস্টে অজিদের বিরুদ্ধে দুর্দান্ত ছন্দে ছিলেন শুভমন গিল(Shubman Gill)। 91 রানের বড় ইনিংস খেলে শত্রু পক্ষকে নিজের অবস্থান জানান দিয়েছিলেন এই ভারতীয় তরুণ। সেবার 3 উইকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় সুনিশ্চিত করেছিল ভারত। তবে বিগত অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ানদের কাছে পরাস্ত হয়েছে রোহিতরা। আগামীকাল গাব্বার ময়দানে জয় ফিরতে মরিয়া হয়ে উঠব ভারতীয় দল। আর তার ঠিক প্রাক মুহূর্তে আত্মবিশ্বাসী সুর শোনা গেল শুভমনের(Shubman Gill) গলায়।

অজি বাহিনীর বিরুদ্ধে ভারতীয়দের লড়াইটা ক্রমশ হাড্ডাহাড্ডি পরিস্থিতির রূপ নিচ্ছে। অ্যাডিলেডের দিবারাত্রির টেস্টে ভারতের পরাজয়ের পরই তীব্র উচ্ছাস চোখে পড়েছে অস্ট্রেলিয়া শিবিরে। এদিকে আগামীকালের ম্যাচকে পাখির চোখ করে বসে রয়েছে ভারত। এহেন পরিস্থিতিতে গাব্বায় আক্রমণ শানানোর আগেই শুভমন গিলের গলায় শোনা গেল আত্মবিশ্বাসী সুর। অ্যাডিলেড টেস্টে দলের পরাজয় প্রসঙ্গে শুভমন বলেন, গোলাপি বলের গতিবিধি বুঝে ওঠা যথেষ্ট কঠিন। বিশেষত ম্যাচ যখন রাতে। এই সময়ে বলের সিম পজিশন ও বোলারদের হাত লক্ষ্য করা যথেষ্ট কঠিন কাজ। আমরা সাধারণত লাল বলের সঙ্গে বেশি সড়গড়। গোলাপি বলে খুব একটা বেশি ম্যাচ খেলার সৌভাগ্য হয়নি।

অ্যাডিলেড টেস্ট নিয়ে কথা বলতে বলতেই ব্রিসবেন টেস্টের প্রসঙ্গে ফিরে যান খেলোয়াড়। ভারতীয় তারকা জানান, 2021 সালের পর আবারও মাঠে ফিরেছি। পিচ দেখে মনে হচ্ছে ভালই হবে। সবটা আরও ভালভাবে বুঝতে পারব কাল। অজি বাহিনীর বিরুদ্ধে গাব্বার টেস্ট কতটা কঠিন এ প্রসঙ্গে খেলোয়াড় বলেন, আপনি যদি না জিতে থাকেন, তাহলে ভয়ে ভয়ে থাকতে হবে। আমরা গত বছর এই ময়দানে জিতেছিলাম, এমনকি ভারতেও জিতেছি। বর্তমান প্রজন্মের কাছে কে বল করছে সেই বিষয়টার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কী বল করা হচ্ছে। এই প্রজন্ম কে বল করছে সেটা দেখেনা, তারা শুধুই বলে নজর রাখে। বিগত ব্রিসবেন টেস্ট সম্পর্কে খেলোয়াড়ের শেষ সংযোজন, আমি সাধারণত ফুল লেন্থ বল মিস করি। গত টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলারদের হাতে থাকা গোলাপি বল ঠিক মতো পড়তে ব্যর্থ হয়েছি।

আরও পড়ুন: বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে রিজার্ভ ব্যাঙ্ক! রুশ ভাষায় হুমকি এলো ভারতে