বিক্রম ব্যানার্জী: 5 উইকেটের পুঁজি নিয়ে দক্ষিণ আফ্রিকার(SA) বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখেছিল লঙ্কান বাহিনী(SRI LANKA)। সেই মত লক্ষ্য তাড়া করে এগিয়ে চলেছিল তারা। তবে কথায় আছে, শেষ ভাল যার সব ভাল তার। টেস্টের অন্তিম পর্বে পৌঁছে লঙ্কান ব্রিগেডে ধ্বস নামায় প্রোটিয়ারা(SA)। নেপথ্যে যদিও কাজ করেছে দক্ষিণ আফ্রিকার(SA) ঘরের ছেলে কেশব মহারাজের কব্জির জোর। যার জেরে শেষ রক্ষা হয়নি লঙ্কানদের(SRI LANKA)।
খেলা পঞ্চম দিনে গড়াতেই মাত্র 19 রানে 5 উইকেট হারায় শ্রীলঙ্কা। তা সত্ত্বেও মনোবল ভাঙ্গেনি লঙ্কানদের। কাঁধে কাঁধ মিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আক্রমণ শানিয়ে গিয়েছেন তারা। তবে সেই পরিশ্রমে সাফল্য মেলেনি। শ্রীলঙ্কার ছেলেদের একরাশ স্বপ্ন একাই গুঁড়িয়ে দিয়েছিলেন প্রোটিয়া বোলার কেশভ মহারাজ। এই খেলোয়াড়ের কব্জির জোরের কাছেই মাথা নুইয়ে ছিল শ্রীলঙ্কার 5 ব্যাটার।
যার মাসুল ইঞ্চিতে ইঞ্চিতে দিতে হলো লঙ্ককানদের। মাত্র 19 রানে 5 উইকেট হারানো শ্রীলঙ্কা 238 রানে অলআউট হয়ে গেলে 109 রানের বিরাট ব্যবধানে প্রত্যাশিত জয় পায় দক্ষিণ আফ্রিকা। বলা বাহুল্য, পঞ্চম দিনে যেই স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল লঙ্কান বাহিনী, খেলা কিছুদূর গড়াতেই তা একেবারে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকার বোলাররা। কেশভ মহারাজ ছাড়াও এদিন এক উইকেট নেন মার্কো ইয়ানসেনও।
উল্লেখ্য, প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঝোড়ো ব্যাটিং করে 358 রান তোলে দক্ষিণ আফ্রিকা। শত্রু পক্ষের জবাবে মাত্র 328 করেই থেমে যায় শ্রীলঙ্কা। এরপর 30 রানে লিড নিয়ে পরবর্তীতে 317 রান তুলে 348 রানের বড় লক্ষ্য ছুঁড়ে দেয় দক্ষিণ আফ্রিকার ছেলেরা। যার উত্তর দিতে গিয়ে 238 রানেই গলদঘর্ম অবস্থা হয়েছে লঙ্কানদের।