শ্রীলঙ্কার বিরুদ্ধে সাম্প্রতিক ওয়ানডে সিরিজে রোহিত শর্মা ভালো ইনিংস খেলেছিলেন, যার কারণে আইসিসি পুরুষ ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংয়ে(ICC Rankings) দুই নম্বর স্থান অর্জন করেছেন। তবে ভারতের শুভমান গিল কিছুটা ক্ষতির মুখে পড়েছেন।রেটিং কমলেও কোহলি তার চতুর্থ স্থান ধরে রেখেছে।
সর্বশেষ আইসিসির প্রকাশিত ওডিআই র্যাঙ্কিংয়ে পাকিস্তানের বাবর আজম রয়েছেন এক নম্বরে। ভারতের রোহিত শর্মা এখন দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। শুভমান গিল এক স্থান হারিয়ে দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে চলে গেছেন।
আরও পড়ুনঃ Independence Day 2024: প্রধানমন্ত্রীর অতিথি রাজ্যের দুই পড়ুয়া, অনন্য সম্মান স্বাধীনতা দিবসে
ভারতের বিরাট কোহলির রেটিং কিছুটা কমলেও এখন চার নম্বরেই রয়েছেন। আয়ারল্যান্ডের হ্যারি ট্যাক্টরও চার নম্বরে রয়েছেন। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ছয় নম্বরে রয়েছেন। সাত নম্বরে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। শ্রীলঙ্কার পথুম নিশাঙ্কা আট নম্বরে এসেছেন।ইংল্যান্ডের ডেভিড মালান নয় নম্বরে এসেছেন। যেখানে দক্ষিণ আফ্রিকার রসি ভ্যান্ডার ডুসেন দশ নম্বরে রয়েছেন।