বিক্রম ব্যানার্জী: টিম ইন্ডিয়া বনাম প্রধানমন্ত্রী একাদশের ওয়ার্ম আপ ম্যাচ চলছিল অস্ট্রেলিয়ার ক্যানবেরায়। অজিদের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছিল ভারতীয় দল। দুদিনের সেই অনুশীলন ম্যাচে উইকেট রক্ষকের দায়িত্বে ছিলেন ভারতের তুখর ব্যাটসম্যান সরফরাজ খান। দ্রুত গতিতে ছুটে আসা বাউন্সার অস্ট্রেলিয়ান ব্যাটারের মাথার ওপর থেকে বেরিয়ে গেলে তা ধরতে অসমর্থ হন উইকেট রক্ষক সরফরাজ। আর ভুল করতেই দিতে হল মাসুল। দৌঁড়ে এসে সরফরাজের পিঠে ঘুষি কষালেন হিটম্যান রোহিত। যেই দৃশ্য(Viral Video) বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে দলের 23তম ওভারে বল করছেন ভারতের ফাস্ট বোলার হর্ষিত রানা। অপর প্রান্তে দাঁড়িয়ে রয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার অলিভার ডেভিস। দ্রুত গতিতে ছুটে আসা হর্ষিতের বাউন্সার থেকে কোনও মতে নিজেকে বাঁচিয়ে নেন অজি তারকা। এদিকে বল তার মাথা ওপর থেকে উইকেট ছাড়িয়ে কিপারের দিকে এগোচ্ছে। তবে দুঃখের বিষয় অতি সাধারণ ক্যাচটি ধরতে পারেননি সরফরাজ। বলটি লুফে নিতে ঝুঁকে ছিলেন পাশে দাঁড়িয়ে থাকা রহিতও। সরফরাজের ব্যর্থতায় ছুটে এসে তার পিঠে ঘুষি মরতে দেখা যায় রোহিত শর্মাকে। যেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পা রাখতেই ভাইরাল হচ্ছে দাবানলের গতিতে।
Rohit 🤣 pic.twitter.com/ivusxzLlhh
— Abhi (@CoverDrive001) December 1, 2024
হর্ষিত রানার ওভারে ঘটা এই বিরল ঘটনা চাক্ষুষ করতেই সমাজমাধ্যম জুড়ে হাসির রোল পড়ে গিয়েছে। সেই সাথে ম্যাচটিতে ঋষভ পন্থের অভাববোধ করেছেন অনেকেই। মজার ভিডিওটি দেখে নেট নাগরিকদের মধ্যে অনেকেই আবার প্রশ্ন তুলেছেন সরফরাজের উইকেট কিপিং নিয়ে। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার মাঠে দুই ভারতীয় তারকার খুনসুটির দৃশ্যে ভোরে উঠেছে ভিডিওটির কমেন্ট বক্স। ভিডিও দেখার পর এক নেট নাগরিক লিখেছেন, ‘সরফরাজ শেষে এসে কী করছে।’ আরেক নেট নাগরিক লেখেন, ‘ যে অধিনায়ক তরুণদের মারে সে আমার অধিনায়ক নন।’
আরও পড়ুন:
আমেরিকা রাশিয়া-চিন-উত্তর কোরিয়ায় পারমাণবিক বোমা ফেললে যা হবে…
ভাইরাল ভিডিওটি কতটা সত্য তা যাচাই করেনি GNE বাংলা।