বিক্রম ব্যানার্জী: জালিয়াতির অভিযোগ উঠেছিল ভারতের প্রাক্তন ক্রিকেট তারকা রবিন উথাপ্পার(Robin Uthappa) বিরুদ্ধে। মূলত প্রভিডেন্ট ফান্ডের প্রায় 33 লাখ টাকা হাফিস করে দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর নামে। যার জেরে খেলোয়াড়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বেঙ্গালুরুর প্রাদেশিক পিএফ কমিশনার সাদক্ষার গোপাল রেড্ডি। প্রথমদিকে নিজের দুঃসময় নিয়ে নীরব থাকলেও এবার সেই নীরবতা ভেঙে ক্ষোভ জাহির করলেন খেলোয়াড়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এক ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের বেতন থেকে পিএফের টাকা কেটে নেওয়ায় অভিযোগের আঙুল ওঠে ভারতের বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পার দিকে। অভিযোগের ভিত্তিতে যাবতীয় সাক্ষ্য প্রমাণ খতিয়ে দেখে উথাপ্পাকে গ্রেফতারের নির্দেশ দেয় বেঙ্গালুরুর প্রাদেশিক পিএফ কমিশনার। তবে এই বিষয়ে প্রথমদিকে নীরবতা পালন করলেও এবার সেই ভূমিকায় নতুন মাত্রা জুগিয়েছেন খেলোয়াড়।
ধেয়ে আসা একাধিক অভিযোগ প্রসঙ্গে উথাপ্পা জানান, যে সংস্থাগুলি তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে, সেইসব কোম্পানির কাছে দীর্ঘদিনের টাকা পাওনা ছিল খেলোয়াড়ের। এ বিষয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উথাপ্পা লেখেন, স্ট্রবেরি লেনসেনিয়া প্রাইভেট লিমিটেড, বেরিজ ফ্যাশন হাউজ এবং সেঞ্চুরিয়াস লাইফস্টাইল ব্র্যান্ডস এই 3 সংস্থার নির্বাহী কার্যক্রমের সাথে তাঁর কোনও যোগ নেই। 2018-19 সাল নাগাদ এই সংস্থাগুলি তাঁর কাছ থেকে মোটা অঙ্কের অর্থ ধার নিয়েছিল।
এরপরই খেলোয়ারকে ওই তিন সংস্থার নির্বাহী পরিচালক করা হয়। তবে পরিচালক হিসেবে খুব একটা দায়িত্ব ছিল না উথাপ্পার কাঁধে। মূলত সীমিত কয়েকটি কাজ করতে হতো সেখানে। খেলোয়াড় বলেন, একজন প্রাক্তন ক্রিকেটার, ধারাভাষ্যকার এবং বিশ্লেষক হিসেবে নানান জায়গায় ব্যস্ত থাকার দৌলাতে সংস্থার কাজে খুব একটা মনোনিয়োগ করতে হতো না তাঁকে। উথাপ্পা আরও বলেন, এই প্রতিষ্ঠানগুলি ছাড়া অন্য যেসব জায়গায় তিনি অর্থ লগ্নি করেছেন সেখানে কোথাও তাঁকে পরিচালকের দায়িত্ব পালন করতে হয়নি।
খেলোয়াড়ের শেষ সংযোজন, প্রতিষ্ঠানগুলির পরিচালকরা কেউই তাঁর থেকে ধার নেওয়া অর্থ পরিশোধ করেননি। বরং বিভিন্ন সময়ে হয়রানির শিকার হতে হয়েছিল খেলোয়াড়কে। দীর্ঘ অপেক্ষার পর প্রাপ্য অর্থ হাতে না আসায় সংস্থাগুলির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার। সেই মতো খেলোয়াড়ের আইনজীবীরাও প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষের কাছে যাবতীয় কাগজপত্র জমা করেছেন।
আরও পড়ুন: এবারেও ফিফা র্যাংকিং লিস্টের শীর্ষে আর্জেন্টিনা, 5 নম্বরে ঠাই হলো ব্রাজিলের