বিক্রম ব্যানার্জী: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পা ও আকাশ চোপড়ার কথাই ঠিক হয়েছিল। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে 27 কোটিতে গোয়েঙ্কার দল লখনউ সুপার জায়ান্টসে যোগ দেয় দিল্লির পুরনো সৈনিক ঋষভ পন্থ(Rishabh pant)। আইপিএলে তাবড় তাবড় ক্রিকেটারদের পিছনে ফেলে সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে ওঠার ঘটনায় আনন্দের মাঝে দিল্লির জন্য মন খারাপ যেন ঘিরে ধরেছে ঋষভকে(Rishabh pant)। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ভারতীয় তারকার আবেগঘন পোস্ট সেই আভাসই দিচ্ছে।
দিল্লির হয়ে শত্রুপক্ষের বিরুদ্ধে দীর্ঘদিন ব্যাট উঠিয়ে এসেছেন ঋষভ। একটানা 9 বছরের আইপিএল জার্নিটা দিল্লি ক্যাপিটালসে এভাবেই শেষ করে দিতে চাননি ভারতীয় ক্রিকেটার। দিল্লিও চেয়েছিল খারাপ সময়ের সঙ্গীকে সাথে রাখতে। তবে সেই আশায় জল ঢেলেছে লখনউ। দিল্লির রিটেনশন তালিকা থেকে নিজের নাম সরিয়ে নেওয়া উইকেটকিপার-ব্যাটারকে দলে পেতে ডিসি-র সাথে দ্বিপাক্ষিক লড়াইয়ে নেমেছিল গোয়েঙ্কার দল। খেলোয়াড়ের মূল্য 21 কোটি ছাড়িয়ে যাওয়ার পরেও তাকে দলে ফেরাতে রাজি হয়ে গিয়েছিল দিল্লি। তবে শেষ পর্যন্ত সেই পথে বাঁধা হয় 27 অঙ্ক। হ্যাঁ, শেষ পর্যন্ত দিল্লির বিডের পরই ঋষভকে 27 কোটিতে কিনে নেয় লখনউ।
দিল্লির আপ্রাণ চেষ্টা সত্ত্বেও মোটা অঙ্কের বিড করে ঋষভকে ছিনিয়ে নিয়ে যায় লখনউ সুপার জায়ান্টস। ফলত দীর্ঘ 9 বছরের জার্নি শেষ করে লখনউ শিবিরে যোগ দেওয়ার আগে নিজের পুরনো দল দিল্লিকে বিদায় বার্তা জানিয়ে সোশ্যাল হ্যান্ডেলে এক আবেগঘন ভিডিও পোস্ট করেন পন্থ। পোস্টটির ক্যাপশনে ভারতীয় তারকা লেখেন, ‘বিদায় জানানো কখনই সহজ নয়। দিল্লি ক্যাপিটালসে আমার যাত্রা ছিল অবিশ্বাস্য। মাঠের রোমাঞ্চ থেকে বাইরে যেভাবে পরিণত হয়েছি, সেটা কখনই ভাবতে পারিনি। একজন টিনেজার হিসেবে আমি এখানে এসেছিলাম এবং 9 বছর আমরা একসঙ্গে বেড়ে উঠেছি।’
নিজের প্রিয় দল দিল্লির সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে পন্থ লেখেন, প্রিয় সমর্থকরা, তোমরা আমার এই যাত্রাকে সার্থক করে তুলেছ। তোমরা আমাকে আঁকড়ে ধরে রেখেছ। আমার জন্য গলা ফাটিয়ে চিৎকার করেছ, বহু কঠিন সময়ে আমার পাশে থেকেছ। এবার যখন আমি চলে যাচ্ছি, তোমাদের ভালবাসা ও সমর্থন হৃদয়ে নিয়ে যাচ্ছি। এরপর যখনই মাঠে নামব, তোমাদের যাতে মনোরঞ্জন হয় সেই চেষ্টাই করব। পরিবারের মত পাশে থেকে এই যাত্রাকে বিশেষ করে তোলার জন্য ধন্যবাদ।’
Shah Rukh Khan: এত জনপ্রিয়তা-সাফল্য আমার প্রাপ্য নয়, হঠাৎ কেন এমন মন্তব্য শাহরুখের?