Ravichandran Ashwin: পুরনো সৈনিক হারালো ভারত, আন্তর্জাতিক ক্রিকেটকে আলভিদা জানালেন রবিচন্দ্রন অশ্বিন

Published On:

বিক্রম ব্যানার্জী: কোহলির সাথে চলল দীর্ঘ আলোচনা, বাক্য বিনিময় শেষে একে অপরকে আলিঙ্গন। তারপরই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা। হ্যাঁ, এই অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়েছেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন(Ravichandran Ashwin)। অজিভূমিতে টেস্ট ড্র হওয়ার পরই নিজের ক্রিকেট ক্যারিয়ারে ইতি টানার সিদ্ধান্ত নিলেন ভারতের এই মহতারকা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বৃষ্টি বিধ্বস্ত তৃতীয় টেস্টে ম্যাচ ড্র হওয়ার পরই সাংবাদিক সম্মেলনে অংশ নেন অধিনায়ক রোহিত শর্মা। এদিন হিটম্যানের সাথে ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন 38 বছর বয়সী অশ্বিনও। আর সেখানেই সকলকে অবাক করে দিয়ে ভারতীয় তারকা ঘোষণা করেন এবার তিনি পাকাপাকিভাবে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন।

যদিও এই কঠিন সিদ্ধান্ত মুখ ফসকানোর আগেই ড্রেসিংরুমে কোহলির সাথে দীর্ঘ আলোচনা করে নিয়েছিলেন অভিজ্ঞ অশ্বিন। আলোচনা দীর্ঘায়িত করার পরই একে অপরকে আলিঙ্গন করেছিলেন দুই ভারতীয় ক্রিকেটার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অবসর প্রসঙ্গে অশ্বিন জানান, আমার এখানে আসার কথা একেবারেই ছিল না। আমি আসলে সকলকে একটা কথা জানাতে এসেছি। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আমার শেষ দিন। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।

ভারতের তারকা ক্রিকেটারের কথায় চমকে যান সাংবাদিকরা। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অংশ হয়ে থাকবেন অশ্বিন। এ প্রসঙ্গে ভারতীয় খেলোয়াড় বলেন, আমার মনে হয় এখনও বেশ কিছুটা ক্রিকেট আমার মধ্যে বাকি আছে। তাই সেই বাকি অংশটুকু আমি ক্লাব স্তরের ক্রিকেট ম্যাচগুলিতে দেখাতে চাই।

অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে দীর্ঘ ক্রিকেট কেরিয়ারের অন্তিম লগ্নে পৌঁছে বেশ কয়েকজন সতীর্থর নাম আউড়েছেন অশ্বিন। খেলোয়াড় বলেন, আমরা সকলে একসাথে খুব মজা করেছি। আমার এই ক্রিকেট জীবনে সঙ্গী হিসেবে যাঁদের পেয়েছি তাঁরা হলেন বিরাট, রোহিত, রাহানে পুজারা । ওরা ব্যাটসম্যানকে চারিদিক থেকে ঘিরে ক্যাচ ধরে আমাকে অনেক সাহায্য করেছে।

উল্লেখ্য, ভারতের জার্সি গায়ে দলকে একাধিক অনবদ্য পারফরম্যান্স উপহার দিয়েছেন অশ্বিন। ভারতের হয়ে 3 সংস্করণে বহু অসামান্য অর্জন চাক্ষুষ করেছেন এই খেলোয়াড়। মূলত টেস্ট ক্রিকেটে সবচেয়ে দাপট দেখিয়েছে তাঁর কব্জির জোর। টেস্ট ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারিদের তালিকাতেও 7 নম্বরে নিজের নাম ধরে রেখেছেন তিনি।

পরিসংখ্যান বলছে, 106টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে 537টি উইকেট ভেঙেছেন ভারতের এই অভিজ্ঞ খেলোয়াড়। এছাড়াও ব্যাট হাতে বহুবার নিজেকে মেলে ধরেছেন তিনি। খেলোয়াড়ের ঝুলিতে রয়েছে 3474 রান। তাছাড়াও 6টি সেঞ্চুরি এবং 14টি হাফ সেঞ্চুরি রয়েছে এই ভারতীয় মহাতারকার নামে। অশ্বিনই ভারতের অন্যতম খেলোয়াড় যিনি এক ইনিংসে 37 বার 5টিরও বেশি উইকেট তুলেছেন।

বলা বাহুল্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও সর্বাধিক উইকেট ধ্বংসকারী বোলারের তালিকায় শীর্ষে নাম রয়েছে তাঁর। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার বহু আগেই টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেটকে আলভিদা জানিয়েছেন অশ্বিন। 2022-এ একদিনের ক্রিকেটের পর চলতি বছরের শেষ প্রান্তে এসে গোটা আন্তর্জাতিক ক্রিকেটকেই হাত নাড়িয়ে বিদায় জানালেন ভারতের দুঃসময়ের সঙ্গী।

আরও পড়ুন: বন্ধ হলো নগদ লেনদেন! কলকাতা মেট্রোর এই নামি স্টেশনে চালু হলো টিকিট কাটার নয়া নিয়ম, সমস্যায় পড়বেন যাত্রীরা?