Kylian Mbappe: তরুণীকে ধর্ষণ করেছেন কিলিয়ান এমবাপে! ধোপে টিকলো না অভিযোগ

Published On:

বিক্রম ব্যানার্জী: ফ্রান্সের ফুটবল তারকা কিলিয়ান এমবাপের(Kylian Mbappe) বিরুদ্ধে উঠেছিল ধর্ষণের অভিযোগ। প্রিয় খেলোয়াড়ের বিরুদ্ধে এহেন অপরাধগ্রস্থ অভিযোগ একেবারেই মেনে নিতে পারেননি ভক্তরা। অনেকেই ভেবেছিলেন বিশ্বকাপ জয়ী ফুটবলারকে(Kylian Mbappe) উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হচ্ছে। এমবাপেও সুর চড়িয়েছিলেন একই ভঙ্গিতে। এবার সেই দাবিতেই পড়ল সীলমোহর। দীর্ঘ তদন্তের পর খেলোয়াড়ের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে।

গত অক্টোবরে সুইডেনের স্টকহোমে ঘুরতে গিয়েছিলেন এমবাপে। এরপরই তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়। যদিও প্রথম থেকেই বিষয়টি গায়ে মাখেননি খেলোয়াড়। প্রতিবার ধর্ষণের মতো অবর্ণনীয় ঘটনার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এবার সেই দাবিতেই আনুষ্ঠানিকভাবে সীলমোহর পড়ল। জানা যায়, ফ্রান্স তারকার বিরুদ্ধে অভিযোগ ওঠার পরই গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু হয়। তবে তদন্তে খেলোয়াড়ের সংশ্লিষ্টতা না পাওয়ায় তদন্ত প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়।

সম্প্রতি এক বিবৃতিতে তদন্তকারী আধিকারিক মারিনা সিরাকোভা বলেন, সুইডিশের হোটেলে সংগঠিত ঘটনা, যার ভিত্তিতে খেলোয়াড়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে সেই বিষয়ে তদন্ত চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট তথ্য প্রমান তাদের কাছে নেই। সিরাকোভা জানান, তদন্তকালে সুপরিচিত একজন ব্যক্তিকে যুক্তিসঙ্গত কারণে ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনায় সন্দেহের তালিকায় রাখা যায়। তবে খেলোয়াড়ের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই বিষয়ে তদন্ত অব্যাহত রাখার ক্ষেত্রে যথেষ্ট তথ্য প্রমাণ নেই। তাই তদন্ত প্রক্রিয়া বন্ধ করা হলো।

আরও পড়ুন: ঘুষ নেওয়ার অপরাধে চিনের কিংবদন্তি ফুটবলারকে 20 বছরের কারাদণ্ড দিল আদালত