PSG Goalkeeper: ম্যাচ চলাকালীন রক্তারক্তি কান্ড! সিঙ্গোর বুটের আঘাতে গুরুতর জখম পিএসজির গোলকিপার, লালা কার্ড তুলল না রেফারি

Published On:

বিক্রম ব্যানার্জী: ফুটবল ম্যাচ চলাকালীন রক্তারক্তি কান্ড! ফ্রেঞ্চ লিগে আঁতে মোনাকো বনাম পিএসজির ম্যাচ চলছিল। আক্রমণ- প্রতি আক্রমণের মধ্যে দিয়ে খেলা 17 মিনিটে গড়াতেই ভয়ানক ঘটনার সাক্ষী থাকলেন মাঠে উপস্থিত ফুটবলাররা। মোনাকোর ডিফেন্ডার উইলফ্রিড সিঙ্গো বল পায়ে গোলমুখী হয়েছিলেন, শটও করেছেন এমন সময়ে প্রতিপক্ষকে আটকাতে সামনে ছুটে আসেন পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা(PSG Goalkeeper)। আর ঠিক তখনই সিঙ্গোর বুটের আঘাতে রক্তাক্ত হয়ে মাঠে লুটিয়ে পড়েন ইতালির তারকা গোলরক্ষক। যা নিয়ে ইতিমধ্যেই সরগরম ফুটবল দুনিয়া।

ঘটনাটির সূত্রপাত হয়েছিল 17 মিনিটের মাথায়। মোনাকোর ধুরন্ধর ডিফেন্ডার উইলফ্রিড সিঙ্গো তখন বল পায়ে ছুঁটে চলেছেন গোলের উদ্দেশ্যে। সুযোগ পেতেই জোরালো শটও হাঁকিয়েছেন, তবে সেই বল প্রতিপক্ষের গোলকিপার দোন্নারুম্মার দৌলতে বাধাপ্রাপ্ত হয়ে ফিরতি পথ দেখেছে। ঠিক তখনই দ্রুত গতিতে ছুটে আসা সিঙ্গোকে আটকাতে এগিয়ে আসেন দোন্নারুম্মা। শত্রুপক্ষ দলের দায়িত্বশীল গোলকিপারকে টপকে যেতে গিয়ে সিঙ্গোর বুটের সামনের অংশ সরাসরি গিয়ে আঘাত করে গোলকিপারের মুখে। সূত্রের খবর, চোটের পরই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন খেলোয়াড়। জানা গিয়েছে, আঘাত এতটাই তীব্র ছিল যে, গলের বেশিরভাগ অংশ কেটে যাওয়ার পাশাপাশি তীব্র রক্তপাত শুরু হয়।

যার জেরে অর্ধচেতন অবস্থায় মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন ফুটবলার। জানা যাচ্ছে, রক্তপাত বন্ধ করতে 10টি স্টাপল লাগিয়ে কোনও মতে জোড়া লাগানো হয়েছিল গালের কাঁটা অংশ। এদিকে গোলকিপার গুরুতর জখম হওয়ায় কয়েক মিনিটের জন্য বন্ধ ছিল ম্যাচ। তবে আশ্চর্যের বিষয়, ফুটবলের নিয়ম অনুযায়ী বড়সড় ফাউল করেও রেফারির হাতে কোনও রকম লাল কার্ড দেখতে হয়নি সিঙ্গোকে। বরং হলুদ কার্ড চাক্ষুষ করে সতর্কবার্তা পেয়েছিলেন মোনাকোর ফুটবল তারকা। যদিও রেফারির এহেন সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন পিএসজির অধিনায়ক থেকে শুরু করে সমর্থকদের একটা বড় অংশ।

এ প্রসঙ্গে ম্যাচ শেষে 4-2 ব্যবধানে জয়ের পর পিএসজির অধিনায়ক জানান, আমি সত্যিই জানি না মাঠে উপস্থিত রেফারি ঘটনাটি ঠিকমতো দেখেছেন কিনা। হয়তো গোটা বিষয়টাই তার নজর এড়িয়ে গিয়েছে। তবে এই ঘটনায় ভিএআরের হস্তক্ষেপ প্রয়োজন ছিল। ওই পর্যায়ে লাল কার্ড না দেখিয়ে তিনি যে বড় সিদ্ধান্ত নিয়েছেন একথা বলতেই হবে। ম্যাচ চলাকালীন সিঙ্গোর হঠকারিতা এবং দোন্নারুম্মার গুরুতর চোট প্রসঙ্গে দায় ঝেড়েছেন পিএসজি কোচ এনরিক। বলেন, এটা সম্পূর্ণ রেফারির সিদ্ধান্ত? এখানে আমার কিছু করার নেই। কারণ ঘটনাটি আমি দেখিনি। তবে এই ধরনের ঘটনা অবশ্যই কঠিন। কোনও ফুটবলার তো আর ইচ্ছে করে আঘাত করে না! রেফারিরও কিছু করার থাকে না। তখন তার কাজটাও যথেষ্ট কঠিন হয়ে যায়।

আরও পড়ুন: এশিয়া কাপে ছেলেদের অপ্রাপ্তি ঘোচালো ভারতের অনূর্ধ্ব-19 নারী দল, পরাজয়ের কারণ খুঁজছে বাংলাদেশ?