বিক্রম ব্যানার্জী: 2011 সালে প্রথম কলকাতার জার্সি গায়ে আইপিএলের ময়দানে পা রেখেছিলেন বাংলাদেশের ধুরন্ধর অলরাউন্ডার সাকিব আল হাসান(Shakib Al Hasan)। পরবর্তীতে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়েও খেলতে দেখা গিয়েছে তাকে। তবে আসন্ন 2025 আইপিএল(IPL 2025) মরসুমে চেন্নাইয়ের হয়ে মাঠ দখল করতে পারেন ওপার বাংলার এই তারকা। হ্যাঁ, সম্প্রতি ভাইরাল হওয়া একটি ফেসবুক পোস্ট এমন ইঙ্গিতই দিচ্ছে।
আরও পড়ুন: ফিলিস্তিনিদের সাথে সংঘর্ষে জাবালিয়ায় নিহত 30 ইজরায়েলি সেনা, কঠিন হচ্ছে পরিস্থিতি!
অতি সম্প্রতি চেন্নাই সুপার কিংস তাদের ফেসবুক হ্যান্ডেল থেকে বহু পুরনো যোদ্ধা রবীন্দ্র জাদেজার একটি ছবি পোস্ট করেছে। যেই ছবির সাথেই রয়েছে আরও এক খেলোয়াড়ের অবয়ব। আর সেই অবয়ব দেখেই সেটিকে বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসানের বলে ধারণা করছেন নেট নাগরিকরা। ভাইরাল সেই পোস্টটির কমেন্ট বক্স ভরে গিয়ে সাকিবের নামে। সিএসকের তরফে পোস্টারটি আপলোড করার পাশাপাশি তার ক্যাপশনে লেখা হয়েছে, ‘কে হতে পারে জাড্ডুর যমজ অলরাউন্ডার?’
দেশের হয়ে খেলতে না পারলেও আইপিএলের নিলামে নিজের নাম রেখেছেন সাকিব। নিরাপত্তার কারণে জন্মভূমিতে ফিরতে নারাজ অলরাউন্ডারের ভিত্তিমূল্য ধরা হয়েছে 1 কোটি রুপি। তবে নিলামের চূড়ান্ত তালিকায় নাম থাকলেও কোনও ফ্র্যাঞ্চাইজি এই মুহূর্তে তাকে কিনতে চাইবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কিন্তু এরই মধ্যে ভাইরাল হওয়া চেন্নাই সুপার কিংসের পোস্ট আশার আলো জুগিয়েছে সাকিব ভক্তদের মনে। পছন্দের তারকাকে মাঠে দেখতে মরিয়া ক্রিকেট প্রেমীরা এখন শুধুই মেগা নিলামের অপেক্ষায়।
উল্লেখ্য, 2011 থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কেকেআরের জার্সিতে কেরিয়ার শুরু করা সাকিব এখনও পর্যন্ত 71টি ম্যাচে অংশগ্রহণ করেছেন। যেগুলিতে ব্যাট হাতে প্রতিপক্ষকে নিজের অবস্থান জানান দিয়ে 793 রান সংগ্রহ করেছেন তিনি। অন্যদিকে আইপিএল কেরিয়ারে কব্জির জোর প্রয়োগ করে উইকেট নিয়েছেন মোট 63টি।