বিক্রম ব্যানার্জী: ভারত-পাকিস্তান চির প্রতিদ্বন্দ্বী দুই দলের এখন একটাই লক্ষ্য, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির ক্ষেত্রে নিজেদের সুবিধা মত আইসিসিকে রাজি করানো। বহু আগেই ক্রিকেট কাউন্সিলকে হাইব্রিড মডেলের কথা জানিয়ে দিয়েছে ভারত। তবে সেই দাবিতে আবার মত নেই পাকিস্তানের(PCB)। যদিও সম্প্রতি ভেসে আসা বিভিন্ন খবর থেকে শোনা যাচ্ছিল, পাকিস্তান নাকি ভারতের দাবি মেনে নিয়ে বেশ কিছু শর্তের ভিত্তিতে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে পারে। এবার সেই গুঞ্জনেও জল ঢালল পিসিবি(PCB)।
বেশ কিছু সংবাদ মাধ্যম হাইব্রিড মডেলের ক্ষেত্রে ভারতের সাথে পাকিস্তানের সহাবস্থানের কথা জানিয়েছিল। বলা হয়েছিল, বিশেষ দুই শর্তের ভিত্তিতে ভারতের কাছে আত্মসমর্পণ করতে রাজি পিসিবি। তবে এবার সেই খবরকে মিথ্যা বলে সীলমোহর দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি সূত্রে খবর, তারা নিজেদের অবস্থান থেকে এক ফোঁটাও সরেনি। বিভিন্ন সূত্র বলছে, ভারতের হাইব্রিড মডেল মেনে নেওয়া তো দূর কোনও ক্ষেত্রেই প্রতিবেশী দেশের কাছে মাথা নত করতে রাজি নয় পাকিস্তান।
হাইব্রিড মডেল নিয়ে আইসিসি ও বিসিসিআইয়ের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠকে বসেছেন পিসিবি কর্তারা। সেখানেই নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছেন তারা। জানা গিয়েছে, পিসিবি পুরনো সিদ্ধান্তে অটল থাকায় চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভাবনা চিন্তার জন্য অতিরিক্ত সময় নিয়েছে বিসিসিআই। বলা হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি আত্মসমর্পণ করতো তাহলে বিসিসিআই সময় চাইত না।
উল্লেখ্য, আসন্ন 2025 সালের 19 ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা। তবে তার আগে একাধিক চরাই-উতরাই পার হতে হচ্ছে আইসিসিকে। একদিকে ভারতের হাইব্রিড মডেলের দাবী, অন্যদিকে সেই দাবি মানতে গড় রাজি পাকিস্তান। এদিকে পাকিস্তান হাইব্রিড মডেল মেনে নিলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের আগ্রহ প্রকাশ করতে পারে বাংলাদেশও। এহেন টানাপোড়েন পরিস্থিতিতে আগামী 5 ডিসেম্বর টুর্নামেন্ট নিয়ে আলোচনার জন্য বৈঠক ডেকেছে আইসিসি। আর সেখানেই চ্যাম্পিয়নস ট্রফির ভবিষ্যত নির্ধারিত হতে পারে।