প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) শুটিংয়ে বাজিমাৎ করলেন ভারতের স্বপ্নিল কুসালে (Swapnil Kushale)। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে ব্রোঞ্জ জিতেছেন তিনি। প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) এখনও পর্যন্ত ভারতের পাওয়া তিনটি পদকই এল শুটিং থেকে। মনু ভাকের, সরবজ্যোৎ সিংহের পর তৃতীয় পদক এল স্বপ্নিলের সৌজন্যে৷
স্বপ্নিলের হাত ধরে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে এই প্রথম অলিম্পিক্সে পদক জিতল ভারত। অন্যতম কঠিন এই ইভিন্টে স্বপ্নিল ফাইনালে উঠলেও পদকের কথা চিন্তা করেননি অনেকেই। শুরুটাও ভালো হয়নি তাঁর। প্রথমে ছিল ‘নিলিং’, অর্থাৎ হাঁটু মুড়ে বসে শুটিং, তাতে প্রথম সিরিজে ৫০.৮ স্কোর করে সাত নম্বরে ছিলেন তিনি। পরের দুটি সিরিজে ৫০.৯ ও ৫১.৬ স্কোর করেন। ‘প্রোন’, অর্থাৎ বুকে ভর দিয়ে শুটিংয়ে ৫২.৭, ৫২.২ এবং ৫১.৯ স্কোর করে চারে উঠে আসেন। ‘স্ট্যান্ডিং’, অর্থাৎ দাঁড়িয়ে শুটিং বিভাগের দু’টি সিরিজে ৫১.১ এবং ৫০.৪ স্কোর করে তিন নম্বরে আসেন। শেষে এলিমিনেশনে ১০.৪, ৯.৪ ও ৯.৯ স্কোর করে ব্রোঞ্চ নিশ্চিত করেন স্বপ্নিল।
আদতে মহারাষ্ট্রের কোলাপুরের বাসিন্দা স্বপ্নিল ২০১৫ সালে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার রাইফেল প্রোন ৩ প্রতিযোগিতায় সোনা জেতেন। জাতীয় শুটিং প্রতিযোগিতার দু’বারের চ্যাম্পিয়ন স্বপ্নিল। ২০১৫ সাল থেকে মধ্য রেলে টিকিট কালেক্টরের চাকরি করেন তিনি৷