বিক্রম ব্যানার্জী: নভেম্বর পেরিয়ে ডিসেম্বরে পা রেখেও চ্যাম্পিয়নস ট্রফি(Champions Trophy 2025) নিয়ে দীর্ঘ টানাপোড়েনের জট কাটেনি। 7 ডিসেম্বর আইসিসির নবনিযুক্ত চেয়ারপারসন জয় শাহের বৈঠকে ভারত-পাকিস্তান দ্বিমতে টুর্নামেন্ট(Champions Trophy 2025) আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও আদতে তা সম্ভব হয়নি। এহেন আবহে আসন্ন আইসিসি টুর্নামেন্টে(Champions Trophy 2025) নিয়ে ক্রমশ জল ঘোলা হচ্ছে। হাইব্রিড মডেলের দাবি জানিয়ে জেঁকে বসেছে ভারত। অন্যদিকে ভারতের দাবি মানতে নারাজ পিসিবি ঘরের মাঠে টুর্নামেন্ট(Champions Trophy 2025) আয়োজন করতে মরিয়া। পরিস্থিতি যখন এমন পর্যায়ে, ঠিক তখনই পিসিবির ভারত বিরোধী সিদ্ধান্তে সমর্থন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
ভারত পাক ময়দানে এসে টুর্নামেন্ট না খেললে ভবিষ্যতে আর কখনই ভারতে গিয়ে ম্যাচ খেলবে না পাকিস্তানের ছেলেরা! প্রতিবেশী দেশের হাইব্রিড মডেলের দাবি মেনে নেওয়া হবে না! হাইব্রিড মডেলের দাবি মানা হলেও থাকবে বেশ কিছু শর্ত! ‘আইসিসি ইভেন্ট গুলিতে পাকিস্তানের শেয়ার বাড়াতে হবে, ভবিষ্যতে ভারতে আয়োজিত সমস্ত টুর্নামেন্ট হাইব্রিড মডেলে করতে হবে’, এই ধরনের দাবি যখন বারংবার উঠে আসছে পাক বোর্ডের তরফে। ঠিক সেই মোক্ষম সময়ে দেশীয় ক্রিকেট বোর্ডের যাবতীয় সিদ্ধান্তে সায় দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে ভারতের বিপক্ষে দ্বন্দ্বে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পাশে ঢাল হয়ে দাঁড়াল সে দেশের ক্ষমতাসীন সরকার।
আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি প্রসঙ্গে পিসিবিকে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ জানান, ‘চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে পিসিবির অবস্থান প্রত্যেক পাকিস্তানির প্রতিধ্বনি। দেশের সম্মানই সবার আগে। তারপর বাকি সব।’ পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে আসন্ন টুর্নামেন্ট প্রসঙ্গে কথা বলেন পিসিবির দায়িত্বপ্রাপ্ত সভাপতি মহসিন নকভি। তিনি বলেন, দেশের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে প্রস্তুত পিসিবি। পাকিস্তান প্রস্তুত থাকলেও ভারতের অটল অবস্থার কারণে টুর্নামেন্ট আয়োজন ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এশিয়া কাপ হাইব্রিড মডেলে আয়োজন করা হলেও চ্যাম্পিয়নস ট্রফির মত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হাইব্রিড মডেল আয়োজন করতে একেবারেই নারাজ তারা। তবে জটিলতার মধ্যেও চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে সু-সময়ের স্বপ্ন দেখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।