বিক্রম ব্যানার্জী: চ্যাম্পিয়নস ট্রফি(Champions Trophy 2025) নিয়ে দীর্ঘ মত পার্থক্যের পর অবশেষে ভারতের পথেই হাঁটতে চলেছে পাকিস্তান! আইসিসিকে দেওয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের হাইব্রিড মডেলের দাবিতে একপ্রকার সমর্থন জানিয়ে টুর্নামেন্টের(Champions Trophy 2025) আয়োজনে রাজি বাবরদের দল। তবে আনুষ্ঠানিকভাবে আইসিসিকে এই বিষয়ে কিছুই জানায়নি পিসিবি। মূলত পাকিস্তানের কিছু সংবাদ মাধ্যম ভারতের প্রতি পাকশিবিরের সুর নরমের কথা জানিয়েছে। তবে হাইব্রিড মডেলের ক্ষেত্রে নাকি বিশেষ দুটি শর্ত বেঁধে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
আনুষ্ঠানিকভাবে আইসিসিকে হাইব্রিড মডেলের কথা না জানালেও পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, ভারতের পথ অনুসরণ করে হাইব্রিড মডেল আয়োজনের ক্ষেত্রে দুটি শর্ত রাখতে পারে পিসিবি। যার মধ্যে প্রথম শর্ত হলো আইসিসির মোট রাজস্ব আয় থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য বরাদ্দ বাড়াতে হবে এবং দ্বিতীয়টি, 2031 সাল পর্যন্ত ভারতের সমস্ত বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব হাইব্রিড মডেলে হতে হবে। পাকিস্তানি সংবাদ মাধ্যম সূত্রে খবর, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি 2025 হাইব্রিড মডেল মেনে আয়োজিত হলে ভারতের ম্যাচগুলি আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। অন্যদিকে পাকিস্তানের বেশিরভাগ ম্যাচ আয়োজিত হবে তাদের ঘরের মাঠেই।
ফাইনালের ক্ষেত্রে মূল ময়দান হতে পারে পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। তবে ভারত ফাইনালে জায়গা করে নিলে সেক্ষেত্রে রণক্ষেত্রের ময়দান পরিবর্তন হয়ে তা আরব আমিরায় হতে পারে। তবে এইসবই সম্ভব হবে পাকিস্তানের শর্ত মেনে নিলে। এমনটাই দাবি করেছে সেদেশের সংবাদ মাধ্যমগুলি। পাক সংবাদমাধ্যম গুলি জানিয়েছে, আইসিসির বর্তমান মডেল অনুযায়ী, তাদের মোট রাজস্ব বা করের বেশিরভাগটাই(38.50%) যায় ভারতের ঝুলিতে। যেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাতে আসে মাত্র 5.75 শতাংশ। ফলত, ভারতের দাবি মেনে হাইব্রিড মডেল চালু করে নিজেদের রাজস্ব আদায়ের পরিমাণ বাড়াতে চায় পাকিস্তান।
বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি আগামী 7 বছর অর্থাৎ 2031 সাল পর্যন্ত ভারতে আয়োজিত বৈশ্বিক টুর্নামেন্ট গুলির সবকটিই হাইব্রিড মডেল মেনে আয়োজন করতে হবে। এর অর্থ ভারতের ছেলেরা পাকিস্তানের মাটিতে পা রাখতে যেমন গররাজি, ঠিক তেমনই সে দেশের বাবর, রিজওয়ান ও আফ্রিদিদের আগামী টুর্নামেন্ট গুলিতে হাইব্রিড মডেল মেনে ভারতে পাঠাবে না পিসিবি। বলা বাহুল্য, 2025 থেকে 2031 সাল পর্যন্ত নিজেদের ঘরের মাঠে মোট 4টি বড় আইসিসি ইভেন্ট আয়োজন করার কথা রয়েছে ভারতের। সেক্ষেত্রে, 2025 সালে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ, 2026 সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, 2029 চ্যাম্পিয়নস ট্রফি এবং 2031-এ ওয়ানডে বিশ্বকাপ।
প্রসঙ্গত, শনিবার দুবাইয়ে ভারত বনাম পাকিস্তানের অনূর্ধ্ব-19 এশিয়া কাপে 43 রানে ম্যাচ জিতেছে পাকিস্তানের তরুণ দল। যা দেখতে স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন পিসিবির চেয়ারম্যান মহসিন নকভি। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নকভি জানান, ‘অনেক কিছুই চলছে। কিন্তু আমি এই মুহূর্তে বেশি কথা বলতে চাইব না। কারণ এখনই সব বলে দিলে অনেক কিছু পন্ড হয়ে যেতে পারে। আমরা আমাদের সিদ্ধান্ত আইসিসিকে জানিয়েছি, ভারত তাদের সিদ্ধান্ত জানিয়েছে।’
এরপরই পিসিবি প্রধানকে চ্যাম্পিয়নস ট্রফির হাইব্রিড মডেল নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এমন কিছু পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যাতে দুই দেশই জেতে।
ভারতও তাদের দাবি রাখতে পারে আমরাও দেখতে চাই যাতে কোনও কিছু একতরফা না হয়। এমনটা যেন না হয় ভারত আমাদের দেশে খেলতে আসবে না আর আমরা বারবার সেখানে যাব।’ সব শেষে নকভি জানান, ,’এক দেশ থেকে আরেক দেশে খেলতে না যাওয়ার ব্যাপারটি কখনই হাইব্রিড মডেল নয়। এটি কোনও ভাবেই হাইব্রিড ফর্মুলা হতে পারে না। সেক্ষেত্রেও আমরা সবকিছু যেন সমান থাকে সেদিকেই নজর রাখবো।’ উল্লেখ্য, 2025 চ্যাম্পিয়নস ট্রফি শুরু হচ্ছে 19 ফেব্রুয়ারি থেকে চলবে 9 মার্চ পর্যন্ত। ভারত ও পাকিস্তান ছাড়া টুর্নামেন্টিতে অংশ নেবে, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশ বাহিনী। প্রতিটি দল বিনা শর্তে অংশ নিলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের জটিল শর্ত আইসিসি মেনে নেবে কিনা এখন সেটাই দেখার।
আরও পড়ুন: বিশ্বের বৃহত্তম সোনার খনি কোনটি? রইল প্রথম 10-এর তালিকা