Australia VS Pakistan: অজিদের বিরুদ্ধে ভাগ্য বদলাতে অধিনায়ক বদলে ফেলল পাকিস্তান, শেষ রক্ষা হবে?

Published On:

বিক্রম ব্যানার্জী: অস্ট্রেলিয়ার(Australia) বিরুদ্ধে টি টোয়েন্টির প্রথম দুই ম্যাচে ধবল ধোলাই হওয়ায় ফের স্কোয়াডে বদল আনল পাকিস্তান(Pakistan) ক্রিকেট বোর্ড। তবে এবার সেই বদল এসেছে অধিনায়কের ক্ষেত্রে। হ্যাঁ, মোহাম্মদ রিজওয়ানকে বিশ্রামে পাঠিয়ে হোবার্টে অজিদের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে অধিনায়কের দায়িত্ব গিয়ে পড়েছে সহ অধিনায়ক সলমান আগার কাঁধে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাবরের ছন্দপতন দেখে আওয়াজ উঠেছিল তাকে বিশ্রাম দেওয়ার। তবে খেলোয়াড়ের ব্যাটে রান না থাকা সত্ত্বেও তাকে দলে রেখেছে পাকিস্তান। এদিকে অপ্রত্যাশিতভাবে রিজওয়ানকে বিশ্রামে পাঠিয়ে অজি তারকাদের বিরুদ্ধে ভরসার কাঁধ হয়ে উঠেছেন সলমান আগা। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে চোট বা অনিবার্য কোনও কারণে বিশ্রামে থাকেন দলের অধিনায়কেরা। কিন্তু পাকিস্তান টিম ম্যানেজমেন্ট নিশ্চিত করেছে চোট জনিত কারণে ভুগছেন না রিজওয়ান। তাকে আপতত বিশ্রামে রাখা হয়েছে।

রিজওয়ানের জায়গায় দলের গুরু দায়িত্ব সামলাচ্ছেন সলমান। তাকে নিয়ে চলতি বছরেই চতুর্থ টি-টোয়েন্টি অধিনায়ক দেখল পাকিস্তান। শুরুটা হয়েছিল নিউজিল্যান্ড বাহিনীর বিরুদ্ধে শাহিন আফ্রিদির হাত ধরে। এরপর তার জায়গায় আসেন বাবর আজম। তার অধিনায়কত্বে জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে পাকিস্তান। তবে তার পারফরম্যান্স ও নেতৃত্বের কৌশল কাজে না আসায় অস্ট্রেলিয়া সফরে দলকে নেতৃত্ব দিতে হাতে খড়ি হয় রিজওয়ানের। এবার তাকেও বসিয়ে দিল পিসিবি ।

ওয়ানডেতে অস্ট্রেলিয়া বাহিনীর বিরুদ্ধে জয় সুনিশ্চিত করলেও টি-টোয়েন্টির প্রথম দুই ম্যাচে এক ফোঁটাও জায়গা করে উঠতে পারেনি রিজওয়ানের দল। কাজেই বলা যায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে নিজেদের ভাগ্য বদলাতে অধিনায়ক বদলে কঠিন পরীক্ষায় নেমেছে পাকিস্তান। তবে প্রতিপক্ষের বিরুদ্ধে সম্মান রক্ষার লড়াইতে এক প্রকার কোণঠাসা হয়ে পড়েছে তারা। প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত মাত্র 14 ওভারে 92 রান সংগ্রহ করে 7 উইকেট খুইয়েছিল সলমান আগার দল। বর্তমানে হাতে রয়েছে মাত্র 3 উইকেট। আর 20 ওভার পর্যন্ত তা না ধরে রাখতে পারলে ধ্বংসস্তূপে পরিণত হবে পাকিস্তান।

আরও পড়ুন: কোমায় রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি! গুঞ্জন উড়িয়ে সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট