Australia VS Pakistan: কাটল দীর্ঘ 22 বছরের খরা! অস্ট্রেলিয়া শিবিরে ধ্বস নামিয়ে 8 উইকেটে জয়ে পেল পাকিস্তান

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: দীর্ঘ 22 বছর পর মোহাম্মদ রিজওয়ানের হাত ধরে অস্ট্রেলিয়ার(Australia) মাটিতে ইতিহাস গড়ল পাকিস্তান(Pakistan)। পার্থে ওয়ানডে সিরিজ শেষে 2-1 ব্যবধানে অজিদের কাছ থেকে জয় ছিনিয়ে নিল পাকিস্তানের ছেলেরা। শেষবারের মতো 2002 সালের জুনে অস্ট্রেলিয়ার মাটিতেই তাদের হারিয়ে ওয়ানডে সিরিজ জিতেছিল পাকিস্তান। দুই দশকেরও বেশি সময় অতিক্রম করে অবশেষে সেই বহু পুরনো স্মৃতি উসকে দিল পাক শিবির।

জশুয়া ইংলিশ বাহিনীর বিরুদ্ধে ওয়ানডের প্রথম ম্যাচে বড় ধাক্কা খায় পাকিস্তান। তবে প্রথম ম্যাচে পরাজয়ের সেই ধাক্কা রিজওয়ানের দলকে জয়ের রাস্তা দেখিয়েছিল। হারের যন্ত্রণা বুকে নিয়ে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ছন্দে ধরা দিয়েছিলেন শফিকরা। সেই সাথে দ্বিতীয় ম্যাচ জিতে পরবর্তী ম্যাচের জন্য নিজস্ব অস্ত্রে শান দিতে শুরু করে পাকিস্তান। আর সেই প্রস্তুতিই যেন চমক ধরাল পাক শিবিরে। শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহের কব্জির জোরের কাছে পরাস্ত হয়ে 32 ওভারের আগেই 140 রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার ঠিক করে দেওয়ার লক্ষ্য সুনিশ্চিত করতে বেশি সময় নেয়নি পাকিস্তানের ছেলেরা। ব্যাট হাতে ওপেনিং করতে নেমে একাই 42 রান তোলেন সাইম আইয়ুব। অন্যদিকে আব্দুল্লাহ শফিকের ব্যাটিং এদিন 37 রানের ইনিংস উপহার দেয় পাকিস্তানকে। তবে অজি তারকাদের বিরুদ্ধে 2 উইকেট হারালেও একার কাঁধে রন তরী পার করেন অধিনায়ক রিজওয়ান। তাকে সঙ্গ দিচ্ছিলেন অপরাজিত বাবর আজম। দুই খেলোয়াড়ের ব্যাট থেকে যথাক্রমে 30 ও 28 রান পেয়েছে দল। সেই সাথে 8 উইকেটে পাকিস্তানের কাছে হেরে সাজঘরে ফেরে অস্ট্রেলিয়ার ছেলেরা। আজিদের করুন পরাজয়ের পেছনে দলের একাধিক ভুল সিদ্ধান্ত ও খেলোয়াড়দের ব্যাটিং বিপর্যয়কেই দায়ী করছেন সমর্থকদের একটা বড় অংশ।

আরও পড়ুন: রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধ বন্ধ করতে নয়া পরিকল্পনা ট্রাম্পের