প্যারিস অলিম্পিকস ২০২৪ (Olympics 2024)! দেশকে এবারের প্রথম ব্যক্তিগত পদক এনে দিলেন হরিয়ানার ২২ বছরের তরুণী মনু ভাকের (Manu Bhaker)। প্যারিস অলিম্পিক্সে (Olympics 2024) মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্চ জিতেছেন তিনি। সেই সঙ্গে মনুর (Manu Bhaker) ঝুলিতে এসেছে একাধিক কীর্তি।
১. অলিম্পিক্সে প্রথম ভারতীয় মহিলা শুটার হিসাবে পদক জিতেছেন মনু ভাকের।
২. অলিম্পিক্স শুটিংয়ে ১২ বছর ভারতের ঝুলিতে কোনও পদক আসেনি। শেষবার ২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন গগন নারাং। তারপর ২০১৬ সালে রিয়ো এবং ২০২০ সালের টোকিয়ো অলিম্পিক্সে ভারতের শুটিংয়ের পদকের ঝুলি শূন্যই ছিল। সেই খরা কাটলো প্যারিস অলিম্পিকসে মনুর হাত ধরে।
৩. রাজ্যবর্ধন সিংহ রাঠৌর, অভিনব বিন্দ্রা, বিজয় কুমার এবং গগনের পর পঞ্চম ভারতীয় শুটার হিসাবে পদক জিতলেন মনু।
রবিবার ২২১.৭ স্কোর করেন মনু। দক্ষিণ কোরিয়ার কিম ইয়েজি দুই শট আগেই ২২১.৮ স্কোর করার ফলে ০.১ স্কোরে পিছিয়ে যান মনু। রুপো হাতছাড়া হয়! জেতেন ব্রোঞ্চ! সেই সঙ্গে ভারতের প্রথম মহিলা শুটার হিসাবে অলিম্পিকসে পদক জিতে এখন ইতিহাসের পাতায় মনি ভাকের।