Mohunbagan: বড় চমক! মোহনবাগানে সই করলেন পর্তুগিজ ডিফেন্ডার নুনো রেইজ

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

আইএসএলের(ISL) প্রথম ম্যাচে 2 গোলে এগিয়ে থাকা গঙ্গা পারের দলকে মুম্বাইয়ের বিরুদ্ধে জিততে দেখার সৌভাগ্য হয়নি সবুজ মেরুন সমর্থকদের । ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি ডুরান্ড কাপেও মোহনবাগানের(Mohunbagan) দুর্বল রক্ষণভাগ চোখে পড়ে। অন্যদিকে আনোয়ারের মতো একজন ডিফেন্ডারকে হারিয়ে পজিটিভ ডিফেন্ডার শূন্যতা অনুভব করছিল দল। ফলে রক্ষণভাগের জ্বর সারাতেই নতুন বিদেশি প্লেয়ার সই করালো সবুজ মেরুন।

মোহনবাগানে(Mohunbagan) যোগ দিলেন পর্তুগালের(Portugal) ফুটবল তারকা
সুপার লিগের প্রথম ম্যাচে জয় সুনিশ্চিত করতে না পারলেও আগামী ম্যাচগুলির জন্য নিজেদের ঝালিয়ে নিচ্ছে বাগান। রক্ষণভাগ ও ডিফেন্সিভ সাইড গুছিয়ে নিতে পর্তুগাল তারকা নুনো রেইসকে(Nuno Reis) দলে নিলেন বাগান কোচ মোলিনা। আন্তর্জাতিক ফুটবল তারকা রোনাল্ডোর প্রথম ক্লাব স্পোর্টিং লিসবন থেকেই ফুটবল ক্যারিয়ার শুরু করেন নুনো। এরপর থেকেই ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতে শুরু করেন এই পর্তুগিজ ফুটবল তারকা। যদিও রাইট ব্যাক এবং সেন্টার ব্যাকেও দুর্দান্ত পারদর্শী তিনি। ম্যাকলারেনের প্রাক্তন সতীর্থ নুনোকে দলে নেওয়ায় খুশি সবুজ মেরুন সমর্থকরা।

নুনো রেইসের(Nuno Reis) ফুটবল ক্যারিয়ার
পর্তুগালের 33 বছর বয়সী ফুটবল তারকা নুনো স্পোর্টিং লিবসন থেকে নিজের ক্যারিয়ারের সূচনা করলেও দীর্ঘদিন পর্তুগাল যুব দলের অধিনায়কের দায়িত্বও সামলেছেন। এখনও পর্যন্ত নিজের ফুটবল ক্যারিয়ারে 75 টির কাছাকাছি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। মেলবোর্ন সিটি এফসিতে তরুণ ডিফেন্ডার হিসেবে খেলতেন এক সময়ে। সেখানেই তার সহযোদ্ধা হিসেবে খেলতেন জেমি ম্যাকলারেনও। নুনোর ফুটবল ইতিহাস সুদীর্ঘ। তবে অজি লিগ জয়ী এই দুর্দান্ত ডিফেন্ডার এবার মোহনবাগানের রক্ষণভাগ সামলাবেন। সপ্তম বিদেশি প্লেয়ার হিসেবে নুনো রেইসের সাথে চুক্তিপর্ব শেষেই সেই খবর নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ করেছে মোহনবাগান।

আরও পড়ুনঃ নর্থ চ্যানেল জয় করে নজির গড়লেন বর্ধমানের মেয়ে সায়নী দাস, লক্ষ্য সপ্তসিন্ধুর বাকি দুই প্রণালী

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে আনোয়ার আলীর অভাবে রক্ষণ রোগে ভুগছিল মোহনবাগান। যার প্রভাব চলতি আইএসএলের প্রথম ম্যাচেই স্পষ্ট হয়ে গিয়েছে। তবে এবার আনোয়ারের বিকল্প হিসেবে পর্তুগালের নামজাদা ফুটবলার নুনোর আগমন বাগানের জন্য শুভ কর হবে বলেই মনে করছেন একাংশ।