Doug Bracewell: মাদক দ্রব্য গ্রহণ করে ফের নিষিদ্ধ কেউই পেসার

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: প্রথমে 2008, তারপর 2010, তারপর 2017 এবং সব শেষে 2024 সালে চতুর্থ বারের জন্য নিষিদ্ধ হলেন নিউজিল্যান্ডের তারকা পেসার ডগ ব্রেসওয়েল(Doug Bracewell)। অগ্রহণযোগ্য মাদকদ্রব্য কোকেন সেবন করায় চলতি বছর 1 মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে এই কিউই বোলারকে(Doug Bracewell)।

আরও পড়ুন: ‘বন্ধ দরজার পিছনে অনুশীলন করছে ভারত’, গাভাস্কার ট্রফি নিয়ে গম্ভীরের দলকে দুষলেন প্রাক্তন পাক তারকা

2024 সালের শুরুটা ভালই হয়েছিল এই খেলোয়াড়ের। সেন্ট্রাল স্ট্যাগস বনাম ওয়েলিংটনে ম্যাচে মাত্র 21 রান দিয়ে 2টি উইকেট ভেঙে ছিলেন নিউজিল্যান্ড তারকা ব্রেসওয়েল। সেই সাথে ব্যাট হাতে 30 রান করেছিলেন এই খেলোয়াড়। যার দরুণ জানুয়ারিতে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন তিনি। তবে শুরুটা ভাল হলেও ম্যাচের শেষে ডোপ টেস্টে খেলোয়াড়ের শরীরে কোকেন ধরা পড়ে।

নিউজিল্যান্ড স্পোর্টস ইন্টেগ্রিটি কমিশন নিশ্চিত করে ব্রেসওয়েল মাঠের বাইরে বিভিন্ন সময়ে নেশা জাত দ্রব্য কোকেন গ্রহণ করতেন। যদিও এই বিষয় তার খেলার সাথে সম্পর্কিত নয়। তবে ম্যাচ চলাকালীন শরীরে মাদকদ্রব্যের উপস্থিতি থাকায় তাকে তৎক্ষণাৎ তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে খেলোয়াড়ের ট্রিটমেন্টের পর তার শাস্তি 2 মাস কমিয়ে 1 মাস করা হয়েছিল। গত এপ্রিলে এই নিষেধাজ্ঞা শেষ হয়েছে তার।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান জানিয়েছেন, ‘ব্রেসওয়েল তার ভুল স্বীকার করে গোটা বিষয় থেকে শিক্ষা নিয়েছেন। তার কর্মকাণ্ডের স্বীকারোক্তির পর বর্তমানে তিনি যথেষ্ট সচেতন, তাই আমরা তাকে সাহায্য করব।’ বলা বাহুল্য, আগেই জানানো হয়েছে নিউজিল্যান্ড পেসারের নিষেধাজ্ঞার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে 2008, 2010 ও 2017 সালে মদ্যপ অবস্থায় ড্রাইভিং করার অপরাধে 3 বার নিষেধাজ্ঞা পেয়েছিলেন নিউজিল্যান্ডের এই ধুরন্ধর বোলার।