ভারতীয় টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে টেক্কা দিতে জোর কদমে চলছে প্রস্তুতি। 19 সেপ্টেম্বর ম্যাচ শুরুর আগেই কথামতো রবিবার চেন্নাইয়ের মাটিতে পা রেখেছেন টাইগাররা। পাকিস্তানের বিরুদ্ধে জয় সুনিশ্চিত করে এবার শান্তদের একমাত্র লক্ষ্য ভারতীয় টেস্ট। আর তাতেই পথের কাঁটা অধিনায়ক রোহিত শর্মা। চেন্নাইয়ে ভারতীয় দলের প্র্যাকটিসের সময় নতুন ছন্দে দেখা গেল রোহিতকে। পুল শটের বদলে বাংলাদেশের বিরুদ্ধে তার নতুন অস্ত্র রিভার্স সুইপ।
আরও পড়ুনঃ রাতের ভিডিও প্রকাশ্যে! এখনও চলছে চিকিৎসকদের আন্দোলন
সিরিজের প্রথম টেস্ট ম্যাচের জন্য কতটা তৈরি রোহিত শর্মারা?
19 তারিখের টেস্ট সিরিজ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচেই দুর্দান্ত ফল করতে হবে ভারতকে, জাতীয় দলের শিবিরে সেই প্রস্তুতিই চোখে পড়ার মতো। অন্যদিকে কোচ হিসেবে টেস্টে প্রথম পরীক্ষা গৌতম গম্ভীরের। কাজেই রোহিতদের পাশাপাশি বাড়তি চাপ রয়েছে তারও। তবে প্রস্তুতিতে নতুন নতুন চমক দেখাচ্ছে ইন্ডিয়ান প্লেয়াররা। বাংলাদেশের স্পিনারদের বিরুদ্ধে তৈরি হিটম্যানও। সাধারণত পুল শটে অভ্যস্ত হলেও নতুন হাতিয়ার রিভার্স সুইপ প্র্যাক্টিস করছেন রোহিত।
রোহিতের পাশাপাশি ফরমে রয়েছেন বিরাটও। নেট অনুশীলনে সেই দৃশ্যও চোখে পড়েছে। একের পর এক ছয় মেরে বোলারদের নিজের অবস্থান বুঝিয়ে দিচ্ছেন কিং কোহলি। বিগত বেশ কিছু ম্যাচে স্পিনারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের তেমন ভাবে জ্বলে উঠতে দেখা যায়নি। অন্যদিকে বাংলাদেশে স্পিনারাই আসল কাজ করেন। ফলে নিজেদের ব্যাটিং লাইন আপ ঝালিয়ে নিতে ব্যস্ত রোহিত-বিরাটরা। একইভাবে পুরোদমে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন ইন্ডিয়ান বোলাররাও।
প্রসঙ্গত, সৌরভ গাঙ্গুলী থেকে শুরু করে দীনেশ কার্তিকরা বাংলাদেশকে হালকা হতে নিলেও সাকিব আল হাসানদের নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন গাভাসকর। তার মতে, পাকিস্তানের মতো টিমকে পরপর দুটি টেস্টে হারিয়ে শক্তি সঞ্চয় করেছে বাংলাদেশ। ফলে সেই টিমের বিরুদ্ধে যথেষ্ট আটঘাট বেঁধে মাঠে নামতে হবে ভারতীয় ক্রিকেটারদের। অন্যদিকে বাংলাদেশ ছাড়াও ভারতকে পরের ম্যাচ খেলতে হবে নিউজিল্যান্ডের সঙ্গে। কাজেই প্রথমে বাংলাদেশ এবং তারপর নিউজিল্যান্ডয়ের সাথে টক্করে রোহিত দলকে কীভাবে নেতৃত্ব দেন সেদিকে চোখ থাকবে সকলের।