বিক্রম ব্যানার্জী: ভারতের বিরুদ্ধে আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে ঘর গোছাচ্ছে অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই রোহিত বাহিনীর বিপক্ষে 13 সদস্যের স্কোয়াড ঘোষণা করে ফেলেছে দেশটির ক্রিকেট বোর্ড। আর অভিজ্ঞদের সেই দলেই ভারতের বিরুদ্ধে আক্রমণ শানাতে ডাক পেয়েছেন মাত্র 25 বছর বয়সী নাথান ম্যাকসুয়েন(Nathan McSweeney)। কামিন্সদের সহযোদ্ধা এই ক্রিকেটার ভারতীয় দলের প্রতিপক্ষ শিবিরে ওপেনার হিসেবে খেলবেন।
আন্তর্জাতিক ক্রিকেটে এক প্রকার নতুন নাম নাথান ম্যাকসুয়েন। সাইথ অস্ট্রেলিয়ার হয়ে কেরিয়ার শুরু করা এই ডানহাতি ব্যাটসম্যান প্রথম শ্রেণীর ক্রিকেটে মাত্র 34টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। আর তাতেই গড়েছেন 6টি সেঞ্চুরি ও 12টি হাফ সেঞ্চুরির রেকর্ড। মোটামুটি ধাঁচের এই খেলোয়াড়ের অ্যাভারেজ স্ট্রাইকারেট 38.16। তবে সম্প্রতি ম্যাকসুয়েনের পারফরম্যান্স নজর কেড়েছে সকলের। গত দু বছরের ম্যাচ পরিসংখ্যানে নজর রাখলে 43.44 স্ট্রাইকরেটে খেলেছেন তিনি। অল্প সময়ের মধ্যেই নিজের নামে করেছেন প্রতিটি সেঞ্চুরি।
তবে ব্যাট হাতে জ্বলে ওঠার পাশাপাশি ম্যাকসুয়েন একজন দক্ষ স্পিনার হিসেবেও বিগত ম্যাচগুলিতে নিজের ক্রীড়া শৈলীর ছাপ রেখেছেন। লং ক্রিকেটে প্রতিপক্ষের 18 টি উইকেট ভাঙার রেকর্ডও রয়েছে তার নামে। খুব একটা অভিজ্ঞ না হলেও লিস্ট এ ম্যাচগুলিতে 1টি সেঞ্চুরি ও 8টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। সেই সাথে 2018 সালের অনূর্ধ্ব 19 বিশ্বকাপে নিজের জায়গা দখল করে নিয়েছিলেন ম্যাকসুয়েন। অল্প বয়সীদের মধ্যে টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবেও নাম তুলেছেন তিনি। পাপুয়া নিউগিনির বিপক্ষে তরুণ খেলোয়াড়ের 156 রানের দুর্দান্ত ইনিংস হৃদয়ে গেঁথে রয়েছে অস্ট্রেলিয়ান দর্শকদের।
প্রসঙ্গত, ভারতীয় দলের বিরুদ্ধে বর্ডার গাভাস্কার ট্রফিতে সুযোগ পাওয়ার আগে ভারতের এ দলের মুখোমুখি হয়েছিলেন ম্যাকসুয়েন। ভারতের বিপক্ষে সেই ম্যাচ গুলিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। পাশাপাশি তরুণ ক্রিকেটারের 88 রানের অপরাজিত ইনিংসও সংগ্রহের তালিকার বাইরে নয়। তার ক্রিকেট কেরিয়ারের দুর্দান্ত ছন্দই তাকে ভারতের অভিজ্ঞ খেলোয়াড়দের বিরুদ্ধে খেলবার সুযোগ করে দিয়েছে। ম্যাকসুয়েনের প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘ম্যাকসুয়েনের এমন একজন খেলোয়াড় যার ক্রিকেট কেরিয়ারের গ্রাফ শুধু উপরের দিকেই উঠছে। দুর্দান্ত ছন্দে ব্যাটিং করার পাশাপাশি বোলিং লাইনেও অসাধারণ। ও খুব গোছানো ক্রিকেট খেলে। যা টেস্ট ক্রিকেটের সাথে সামঞ্জস্যপূর্ণ।’
আরও পড়ুন: প্রথম গোল করেও সেমি ফাইনালে ওঠা হল না মেসিদের, 3-2 ব্যবধানে জয়ী আটলান্টা